Kolkata News: এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, ইট-বোতল ছোঁড়ার অভিযোগ
Entally News: এন্টালি থানার অন্তর্গত কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা মুকেশ সাউয়ের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল চার-পাঁচজন দুষ্কৃতীর বিরুদ্ধে।
হিন্দোল দে, কলকাতা: এন্টালিতে (Entally) যুব তৃণমূল নেতার (Youth TMC leader) বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে কলকাতা (Kolkata) পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডে। ওই যুব তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ইট ও বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা চড়াও হয় বলেও অভিযোগ জানিয়েছেন ওই যুব তৃণমূল নেতা। খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলার স্বপন সমাদ্দার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় যুব তৃণমূল সভাপতি মুকেশ সাউয়ের বাড়িতে একদল দুষ্কতী আক্রমণ চালায় বলে অভিযোগ। এন্টালি থানার অন্তর্গত রাধানাথ চৌধুরী রোডের একটি বহুতলের একটি ফ্ল্যাটে থাকেন মুকেশ সাউ। রবিবার ভোর রাতে তাঁর বাড়িতে দুটি বাইকে করে এসে দুষ্কৃতীরা আচমকা ইট ও বোতল ছুঁড়তে শুরু করে। এমনকী তারা সঙ্গে করে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলেও অভিযোগ। খবর পেয়ে রবিবার সকালে ওই যুব তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলবেন বলেও আশ্বস্ত করেন ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন সমাদ্দার। এই ঘটনার জেরে ওই বহুতলের অন্যান্য বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন।
এপ্রসঙ্গে মুকেশ সাউ বলেন, "সকাল সাড়ে তিনটে নাগাদ একটা নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় আমাকে। বলে, তুই তাড়াতাড়ি বাইরে আয় তোকে মারব। তখন আমি ওদের বলি রাত অনেকে হয়েছে তোরা গিয়ে এবার ঘুমো বলে ফোনটা কেটে দিই। তারপরও চার-পাঁচটা মিসড কল আসে ওই নম্বর থেকে। আমি আর ফোন রিসিভ না করে থানায় ফোন করি সমস্ত ঘটনাটি জানাই। সবকিছু শোনার পর থানা থেকে লোক পাঠানোর আগেই ওরা চার-পাঁচজন মিলে এসে আমাদের বাড়ি লক্ষ্য করে ইট ও বোতল ছুঁড়তে থাকে। আমার অফিসে আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়েও চড়াও হয়।"
পুলিশ সূত্রে খবর, দুজনের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পরে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে এন্টালি থানার পুলিশ।
এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার স্বপন সমাদ্দার বলেন, "আমাকে যখন যুব সভাপতি মুকেশ সাউ ফোন করে বলে যে তাঁর বাড়ি ও অফিসে দুষ্কৃতী হামলা হয়েছে। আমি সকালবেলা এসে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, তাতে চার-পাঁচজন দুটো বাইকে করে এসে তাণ্ডব চালিয়েছে। বাড়ির দরজা বন্ধ ছিল বলে ভেতরে ঢুকতে পারেনি। তবে বাইরে থেকে ইট ও বোতল ছুঁড়েছে। আমি দু-বছর এখানকার কাউন্সিলার রয়েছি অভিযুক্তদের কোনও দিনই তৃণমূল কংগ্রেসের কোনও কর্মসূচিতে দেখিনি। এমনকী এলাকাতেও দেখিনি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Firhad Hakim: লোকসভা নির্বাচনে জয়জয়কার, পাড়া পাড়ায় ধন্যবাদজ্ঞাপন কর্মসূচি ফিরহাদের