ঘনবসতির থেকে উদ্ধার ১৬টি তাজা বোমা, গ্রেফতার ৪
শুক্রবার রাতে বোমার তীব্র আওয়াজ শুনতে পেয়ে পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা।
আনন্দপুর: আনন্দপুর থানা এলাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্ধার ১৬টি তাজা বোমা। ঘটনায় গ্রেফতার ৪ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, বিক্রির পরিকল্পনা ছিল। তার আগে পরীক্ষা করার জন্য বোমা ফাটানো হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযুক্তদের জালে তোলে পুলিশ।
গা ঘেঁষাঘেঁষি করে একের পর বাড়ি। তার মধ্যেই নির্মীয়মান বাড়িতে লুকিয়ে চলছিল বোমা তৈরি। বোমা ফাটাতে গিয়ে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। খাস কলকাতায় হদিশ মিলল বোমা তৈরির কারখানা। ঘটনাস্থল আনন্দপুর থানার গুলশন কলোনি। ঘটনার পর সুতলি পড়ে ছিল, পেরেকও, স্লিপ্নটার হিসেবে ব্যবহার হয় বলে অনুমান পুলিশের।
শুক্রবার রাতে বোমার তীব্র আওয়াজ শুনতে পেয়ে পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। ধরা পড়ে চার দুষ্কৃতী। নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় ১৬টি তাজা বোমা। এলাকাবাসীর দাবি, দু থেকে তিনটি বোমা ফাটানো হয়।
আনন্দপুরের বাসিন্দা মহম্মদ আরমান জানিয়েছেন, হঠাৎ শুনি বোমা ফাটছে, ১০০ ডায়ালে ফোন করি, পুলিশ আসে, আমরা খুব ভয়ে আছি। কলকাতা পুলিশের ডিসি (ইস্ট) গৌরব লাল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালায়, চারজনকে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে বোমাগুলি বানানো হয়। বিক্রির জন্য পরীক্ষা করতেই বোমা ফাটানো হয়।