Dumdum Fraud Case: ১৩০ টাকা ফেরত পেতে গায়েব ৩০ হাজার, প্রতারণার শিকার দমদমের তরুণী
অনলাইন ফুড অ্যাপে প্রতারণার শিকার পেশায় মডেল ওই তরুণী।
প্রকাশ সিনহা, কলকাতা: অনলাইনে খাবার অর্ডার করে প্রতারিত দমদমবাসী তরুণী। টাকা ফেরতের জন্য অ্যাপ ডাউনলোড করতে বলে অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে। নেপথ্যে দিল্লির গ্যাং, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
১৩০ টাকা ফেরত পেতে গায়েব ৩০ হাজার। অনলাইন ফুড অ্যাপে প্রতারণার শিকার পেশায় মডেল ওই তরুণী। করোনা আবহে বন্ধ হোটেল-রেস্তোরাঁ। তাই অ্যাপ ডাউনলোড করে অনলাইনেই চলছে খাবার অর্ডার দেওয়া। একটা ফোনেই বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে পছন্দের খাবার।আর সেই সুবিধাটাই নিতে চেয়েছিলেন দমদমের বাসিন্দা ওই মডেল।
তাঁর দাবি, গত শুক্রবার চাইনিজ ডিশের জন্য ফুড অ্যাপে ১৩০ টাকার খাবার বুক করেন। ঘণ্টাদুয়েক অপেক্ষার পর, নির্দিষ্ট নম্বরে ফোন করে জানতে পারেন বুকিং বাতিল হয়েছে। অভিযোগ, এরপরই অভিযোগকারিণীর মোবাইলে ফোন করে টাকা ফেরত পেতে এনি ডেস্ক ও টিম ভিউয়ার ক্যুইক সাপোর্ট নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোডের পরেই অ্যাকাউন্ট থেকে ৬ দফায় ৩০ হাজার টাকা গায়েব হয়ে যায়।
অভিযোগকারিণী মডেল শতরূপা দাস বলেন, আমাকে বলা হয় দেরি হওয়ার কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ওই অ্যাপের মাধ্যমেই টাকা রিফান্ড হবে বলে জানানো হয়। ১৩০ টাকা রিফান্ড হওয়ার নামে ফ্রড হয়ে গেল। অভিযোগকারিণীর দাবি, মোবাইল ফোনের ট্রু-কলারে নির্দিষ্ট ফুড অ্যাপের নাম দেখে নিশ্চিন্ত হয়েই অ্যাপ ডাউনলোড করেন তিনি।
এক্ষেত্রে ফুড-অ্যাপের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এক, প্রতারকদের কাছে কীভাবে পৌঁছল খাবার অর্ডার সংক্রান্ত তথ্য? দুই তবে কি গ্রাহকের তথ্য প্রতারকদের নাগালে? তিন, তথ্য পাচারের সূত্রই বা কী? এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফুড-অ্যাপ প্রতারণার নেপথ্যে দিল্লির গ্যাং। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চক্রের পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।