(Source: ECI/ABP News/ABP Majha)
State Weather: ভরা মরসুমেও বৃষ্টিতে ঘাটতি উত্তরবঙ্গে, এগিয়ে দক্ষিণবঙ্গ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে ২৭ থেকে ৩০ জুলাই দক্ষিণবঙ্গ জুড়ে ৩১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। শুধু মাত্র কলকাতাতেই ৩৬২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
সঞ্চয়ণ মিত্র, কলকাতা: উত্তরকে হারিয়ে বৃষ্টিতে এগিয়ে দক্ষিণবঙ্গ। ভরা বর্ষার মরসুমেও বৃষ্টিতে ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে ২৭ থেকে ৩০ জুলাই দক্ষিণবঙ্গ জুড়ে ৩১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। শুধু মাত্র কলকাতাতেই ৩৬২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বর্ষার শুরু থেকেই কলকাতা বৃষ্টিতে সব সময় এগিয়ে ছিল। জুন-জুলাই বর্ষার প্রথম দু মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ১৫ শতাংশ। অন্যদিকে দক্ষিণবঙ্গে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে কলকাতাতেই ৪০ শতাংশ বেশি বৃষ্টি। শুধু জুলাই মাসের হিসাব ধরলে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি দাঁড়ায় ২৩ শতাংশ। এই সময়ে দক্ষিণবঙ্গে ২৭ শতাংশ বেশি বৃষ্টি এবং কলকাতায় ৩৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
শুধুমাত্র নিম্নচাপের ক’দিন অর্থাৎ ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে হাওড়া জেলাতে। এই চার দিনে হাওড়া জেলাতে বৃষ্টি হয়েছে ৩০০.৫ মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে ৫৩৩ শতাংশ বেশি। একইভাবে কলকাতায় এই চার দিনে বৃষ্টি হয়েছে ২৭০.৯ মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে ৩৬২ শতাংশ বেশি। এই চার দিনে অতিবৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরেও। সেখানে যথাক্রমে ২৯৫.৬ মিলিমিটার ও ২৯০.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বর্ষাকাল জুন মাস থেকে শুরু হয়। সেই বর্ষার মরসুম জুন ও জুলাই মাসে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে সিকিমে ১৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে অন্যদিকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বর্ষাকালের এই দু মাসে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই দু মাসে সাধারণত ৭৬৮.২ মিলিমিটার বৃষ্টি হয় এই জেলাতে। কিন্তু হয়েছে ১০৫৬.৮ মিলিমিটার।
বাঁকুড়ায় স্বাভাবিক ভাবে ৫৯০ মিলিমিটার বৃষ্টি হবার কথা কিন্তু হয়েছে ৯৬৪.২ মিলিমিটার। কলকাতায় ৬৬৪.২ মিলিমিটার বৃষ্টি হবার কথা কিন্তু এই দুই মাসে হয়েছে ৯২৭ মিলিমিটার। তবে দক্ষিণবঙ্গে একমাত্র নদীয়া জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে বর্ষাকালে। এই জেলাতে জুন-জুলাই মাসে ৪৮১ মিলিমিটার বৃষ্টি হয় সাধারণত। কিন্তু এ বছরে দু মাসে মাত্র ৪৬৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ শতাংশ এর ঘাটতি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।