তরুণীকে সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ
অভিযোগ, ব্ল্যাকমেল করে ১০ হাজার টাকা হাতানো হয়েছে
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: তরুণীকে সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। অভিযোগ, ব্ল্যাকমেল করে ১০ হাজার টাকা হাতানো হয়েছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বড় পর্দায় সুযোগের টোপ দিয়ে কুপ্রস্তাব, ব্ল্যাকমেল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এক তরুণী। নরেন্দ্রপুরের বাসিন্দা এই তরুণী কয়েকটি বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিযোগ, সম্প্রতি একটি পার্টিতে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। কিছুদিন পরে ওই যুবক তাঁকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেন। তরুণীর দাবি, এরপর তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। ব্ল্যাকমেল করে হাতিয়ে নেওয়া হয় ১০ হাজার টাকা। অভিযোগকারিণীর দাবি, ফোন করে, হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ করে।
এবিষয়ে বুধবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন এই তরুণী। পুলিশ সূত্রে খবর, ঋতুরাজ হালদার নামে হরিদেবপুরের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। তল্লাশিও চলছে।
আরও পড়ুন: ইলিশপ্রেমীদের জন্য সুখবর, বাংলাদেশ থেকে পদ্মার ১৬ টন ইলিশ এল রাজ্যে
গত মাসে রাস্তা ঘাটে গৃহবধূকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিচ্ছিল ছেলেটা। তারই প্রতিবাদ করলে সেই গৃহবধূর স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা। এমনই অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা মালদার গাজোল থানার কৃষ্ণপুর এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই এলাকারই দুলাল সরকার নামে এক যুবক সেই গৃহবধূকে কু-প্রস্তাব দিতে থাকে। একইসঙ্গে উত্যক্ত করতে থাকে রাস্তাঘাটে দেখলেই। সেই গৃহবধূ বারবার সে কু-প্রস্তাবে রাজি হয়নি। এরপর ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে খারাপ ব্যবহারের চেষ্টা করে সেই অভিযুক্ত যুবক। গৃহবধূ চিৎকার করে উঠলে সেখান থেকে ওই যুবক পালিয়ে যায় তখন। এরপর স্বামী ঘরে ফিরলে সমস্ত ঘটনা স্বামীকে জানায় সেই গৃহবধূ। স্ত্রীর কথা শুনে স্বামী তড়িঘড়ি ছুটে যায় ওই অভিযুক্তর বাড়িতে। কে তাঁর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়েছে তার কথা জানতে চাইলে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সেই গৃহবধূর স্বামীকে এলোপাথাড়ি মারধর শুরু করে।
আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সামান্য কমলেও বাড়ল দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা