Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার
KMC Agitation: ডেঙ্গি প্রতিরোধে পুরসভার ব্যর্থতার অভিযোগে তুলকালাম। মেয়রের দফতরের সামনে একযোগে বিজেপি-বাম-কংগ্রেসের।
![Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার Alleging the failure of the KMC to deal with dengue, the opposition protested Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/ca37f08f0dd0abfa32373b3ef9d5e972166859727044151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ডেঙ্গি (Dengue) মোকাবিলায় পুরসভার (KMC) ব্যর্থতার অভিযোগ। বিরোধীদের বিক্ষোভে তুলকালাম। অধিবেশনের ভিতরে-বাইরে বিক্ষোভ। অধিবেশন চলাকালীন হাতাহাতি। মেয়রের দফতরের সামনে একযোগে অবস্থান বিজেপি-বাম-কংগ্রেসের।
বিরোধীদের বিক্ষোভে তুলকালাম: 'ডেঙ্গিতে মানুষ মরছে, কেএমসি ড্রোন ওড়াচ্ছে' এই অভিযোগে হোর্ডিং নিয়ে বিক্ষোভ বিজেপির। হোর্ডিং ধরে টানাটানি তৃণমূল কাউন্সিলরদের (Trinamool councillor) । মাসিক অধিবেশন থেকে ওয়াকআউট বাম-বিজেপি-কংগ্রেসের। মেয়রের ঘরের সামনে একযোগে অবস্থান বিক্ষোভ বিরোধীদের। তুলকালাম কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সেঞ্চুরির পথে। আক্রান্ত ৫৭ হাজার পার। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি (Dengue) আক্রান্ত রোগীদের ভিড়। এই আবহে বিক্ষোভে নামলেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির মতো ভয়াবহ ইস্যুতে কথা বলতে চাই। কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য আওয়াজ বন্ধ করার চেষ্টা চলছে। এখন পুরসভার ভেতরেও সন্ত্রাস চলছে। বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। অভিযোগ, অধিবেশনের ভিতরে বিরোধীদের হাত থেকে কেড়ে নেওয়া হয় পোস্টার। বিরোধীদের বক্তব্য, এটা রাজনীতির লড়াই নয়, মানুষের প্রাণ বাঁচানোর লড়াই।
ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ: ডেঙ্গি (Dengue) বা ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হওয়ার ৩-৪ মাসের মধ্যেই ফের ঘটছে সংক্রমণ। চিকিত্সকরা বলছেন, ডেঙ্গির একটা সেরোটাইপে আক্রান্ত হলে যে, অন্যটায় হবে না, এমনটা নয়। বরং বিশেষজ্ঞদের দাবি, দ্বিতীয়বার ফিরে আসা ডেঙ্গি, প্রথমবারের থেকেও বেশি বিপজ্জনক হতে পারে। গতকাল বিজেপির যুব মোর্চার হাওড়া পুরসভা (Howrah Corporation) অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুরসভার সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন যুব মোর্চার কর্মীরা। কয়েকজন ব্যারিকেড টপকাতে গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার সদস্যরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবস্থা। ব্যারিকেড ভাঙতে না পেরে তার সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির (BJP) যুব মোর্চার কর্মীরা। এই মরসুমে এখনও পর্যন্ত হাওড়া পুর (Howrah Corporation) এলাকায় ৭জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। পুরসভা সূত্রে খবর, গত ১ সপ্তাহে পুর এলাকায় প্রায় দেড়শো জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। হাওড়া পুর (Howrah Corporation) এলাকায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি।
আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)