Abhishek On Amit Shah'খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই পাকিস্তানের অনুপ্রবেশকারী বলছেন BJP সাংসদ', বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Attacks Amit Shah: SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যে এসেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ?

কলকাতা:SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে বাঁকুড়ার বড়জোড়ায় দাঁড়িয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অমিত শাহকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, SIR শুনানির ইস্যুতে জয় গোস্বামীর স্ত্রীকে ফোন করল নির্বাচন কমিশন
'বিজেপি সাংসদ বলছেন, যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওপার বাংলা আর এপার বাংলা এক করে দেব..বিজেপি কি তাঁর বিরুদ্ধে কোনও শোকজ নোটিস চার্জ করেছে ?'
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, চিত্রনাট্য তো প্রায় আমরা ৫ বছর ধরে দেখছি। আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন। আমি জানি না উনি বেঙ্গলে পলিটিক্স কতটা ফলো করেন ! উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলি বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে, দয়া করে, ওনার রাজ্য সভার এমপি, দুদিন আগে যে বক্তব্য রেখেছেন, অনন্ত মহারাজ, তাঁর কথাটা মন দিয়ে শুনতে। দু-মাস আগে তাঁদেরই লোকসভা এমপি, জগন্নাথ সরকার যে কথাটি বলেছে, সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। আমি বলছি না, ৫০ জনের বেশি বিজেপির এমএলএ, যে রাজ্যসভার সাংসদকে, পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির সাংসদ, অনন্ত মহারাজ বলছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ঘুসপেটিয়া পাকিস্তানের। আমার কথা না,..বিজেপির সাংসদ বলছেন। দুমাস আগে লোকসভার সাংসদ রাণাঘাটে জগন্নাথ সরকার, সে বলছেন বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার সিকিওর করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছেন। যে বিজেপি দলের সাংসদ বলছেন, যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওপার বাংলা আর এপার বাংলা এক করে দেব, কোনও কাটা তারের বেড়া আর থাকবে না। বলছেন বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তাঁর বিরুদ্ধে কোনও শোকজ নোটিস চার্জ করেছে ? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নের্তৃত্ব কি তাঁকে দল থেকে বহিঃষ্কার করেছে ? বিজেপির নের্তৃত্ব কি তার বিরুদ্ধে কোনওরকম কোনও ব্যবস্থা নিয়েছে ? এখনও পর্যন্ত জানি, জগন্নাথবাবুকেও শোকজ করা হয়নি। অমিত শাহ আগে তাঁদের দলের বিধায়ক, লোকসভায় এবং রাজ্যসভায় আগে কথা বলুক। তারপর এসব বলবে। আর যে সমস্ত এসব চিত্রনাট্য এসব দেখাচ্ছে ঘুসপেটিয়া। আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে, বিহার নির্বাচনের চার দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায় কার ? দিল্লিতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ? জম্মু-কাশ্মীরে ৪ জন জঙ্গী ঢুকে ২৬ জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল, জম্মু-কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে ? স্বরাষ্ট্রমন্ত্রীকের অধীনে রয়েছে পুলিশ। বর্ডারের পাহাড়ায় কে দায়িত্বে রয়েছে বিএসএফ। একদিকে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে।
'যদি মতুয়ার নাম বাদ যায়..'
এর পাশাপাশি মতুয়া ইস্যুতেও কথা তুলেছেন তিনি। এবং নাম না করেই এবার অভিষেকের নিশানা, 'বিজেপির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছেন যে, যদি মতুয়ার নাম বাদ যায়, তাহলে বাদ যাবে, এই কথা তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। দুর্নীতি বন্ধ করার কথা বলছে। আর সবচেয়ে বড় দুর্নীতিবাজটাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে। যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি।'






















