Priyanka Tibrewal: প্রচার শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা
কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছেন, মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।
কলকাতা: কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এদিন হেস্টিংসে বিজেপির অফিসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে আসনে বিজেপির আইনজীবী প্রার্থী। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও তাঁকে এই আসনে হার মানতে হয়েছিল। এদিন উপনির্বাচনে দলের প্রার্থীর সঙ্গে কালীঘাট মন্দিরে আসেন রুদ্রনীল।
কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছেন, মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।
প্রচারের কৌশল সম্পর্কে বিজেপি প্রার্থী বলেছেন, এন্টালিতে বাড়ি বাড়ি প্রচার করেছি।এখানেও বাড়ি বাড়ি প্রচার করব।
উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রিয়ঙ্কা।
রুদ্রনীল বলেছেন, দলের প্রার্থীকে নিয়ে এসেছেন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে। প্রত্যেক মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে।
প্রিয়ঙ্কা বলেছেন, গতবারও কালীঘাট মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেছিলাম।
উল্লেখ্য, এর আগে ভবানীপুরে উপনির্বাচনে রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠক হয়। কলকাতার হেস্টিংসে হয় এই দলীয় বৈঠক। বৈঠকে ছিলেন অর্জুন সিংহ, জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ। প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে নিয়ে বৈঠক করেন নেতারা।
নির্বাচনী প্রচার শুরু করার আগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছেন, বিধায়ক হওয়ার জন্য নয়। মানুষকে বাঁচানোর জন্যই আমি লড়াইয়ে নেমেছি।
ভবানীপুরে দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে এদিন বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এর আগেও প্রিয়ঙ্কা ভোটে হেরেছিলেন। এবারও হারবেন। তবে এচে হতাশ হওয়ার কিছু নেই।
প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রার্থী হওয়া নিয়ে ফিরহাদ হাকিমের কটাক্ষের পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কে চিনত ? রাজনীতিতে এসে সবাই নিজের পরিচয় তৈরি করেন। প্রিয়ঙ্কা কে, তা তৃণমূল আগামীদিনে বুঝতে পারবে।
অন্যদিকে, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জিতবেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই।