Suvendu Adhikari : 'আহত' শুভেন্দু ! অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় সজল..
Howrah Suvendu Adhikari Attacked : 'আহত', 'রক্তাক্ত' হয়েছেন বলে দাবি শুভেন্দুর ! কী প্রতিক্রিয়া ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া: পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তি, মারধরের অভিযোগ শুভেন্দু অধিকারীর। আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা (BJP Leader Suvendu Adhikari) । আর এই খবর পাওয়ামাত্রই অ্য়াম্বুলেন্স নিয়ে বিধানসভায় বিজেপি নেতা সজল ঘোষ (Sajol Ghosh)।
এবিপি আনন্দ: এমন কী ঘটনা ঘটল ? আপনি তো গেছিলেন ত্রাণ দিতে, মানুষের পাশে দাঁড়াতে..
শুভেন্দু অধিকারী : প্রবীণ ত্রিপাঠীকে দিল্লি ক্লোজ করেনি কেন ? যেদিন জেপি নাড্ডাকে মেরেছিল, গাড়ি ভেঙেছিল, সেই দিন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়রা অনেকেই আহত হয়েছিলেন।.... রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য করছে ।
হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার, অভিযোগ শুভেন্দু অধিকারীর। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের। শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন, প্রশ্ন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের।
প্রসঙ্গত, চার দিনের উপরে ধরে জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। এদিন হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ঘর না পেলে জানাবেন। ১০০ পরিবারকে ৫ হাজার টাকা দিলাম',বললেন শুভেন্দু।
আরও পড়ুন, রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতার ছবি ! কলকাতাজুড়ে এবার নয়া হোর্ডিং, 'আমরা সবাই ভাই ভাই..'
হাওড়ার বেলগাছিয়ার এক বাসিন্দা বলেছেন,' রাস্তায় আমরা বাচ্চাকাচ্চা নিয়ে রয়েছি। পেটে অন্ন নেই, মুখে জল নেই। বাচ্চারা কাঁদছে, কী করব। বাচ্চাদের মেরে চুপ করাচ্ছি। 'কাঁদতে কাঁদতে শুকিয়ে যাচ্ছে চোখের জল। তারপর আবার বাঁধ ভাঙছে চোখে। এদিকে এক বিপর্যয় কাটতে না কাটতে নতুন বিপর্যয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাধনকুমার ঘোষের নেতৃত্বে বেলগাছিয়া ভাগাড় এবং ধস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যায় বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার-এর বিশেষজ্ঞ দল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
