Calcutta High Court: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ক্ষতিপূরণ মামলায় বিরক্ত হাইকোর্ট, পুজো অনুদানের প্রসঙ্গ তুলে ভর্ৎসনা
HC On Waqf Puja Donation 2025 : মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে ক্ষতিপূরণ মামলায় কী মন্তব্য বিচারপতি সৌমেন সেনের ?

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তি। এখনও ক্ষতিপূরণ পাননি আক্রান্তরা, মামলায় অভিযোগ, বিরক্তি প্রকাশ আদালতের। দুর্গাপুজো তো এসে গেলো, উচিত তো পুজোর আগেই ক্ষতিপূরণ দেওয়া, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।
আরও পড়ুন, কাকদ্বীপে শিক্ষক নিগ্রহকাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারা পুলিশের !
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর ভূমিকা নিয়েও প্রশ্ন আদালতের। এখনও তদন্তভার গ্রহণের জন্য এগিয়ে আসেনি NIA, মন্তব্য বিচারপতি সেনের। NIA চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনও বাধা ছিল না, মন্তব্য বিচারপতি সেনের।'রাজ্যের তদন্তে ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে'। NIA-এর সাহায্য নেওয়া হয়নি বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনই তারাও এগিয়ে আসেনি, মন্তব্য বিচারপতি সেনের। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেবে রাজ্য, ১ সপ্তাহ পর ফের শুনানি।
ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এ বলা হয়, ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে থাকতে পারবেন অমুসলিমরাও। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পরিষ্কার জানিয়ে দেয়, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের ক্ষেত্রে ২২ জনের মধ্যে ৪ জনের বেশি অমুসলিম সদস্য রাখা যাবে না এবং রাজ্য ওয়াকফ বোর্ডে ১১ জনের মধ্যে ৩ জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশ, যতদূর সম্ভব বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা CEO পদে কোনও মুসলিমকে নিয়োগ করা উচিত।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, যেখানে যেখানে আমাদের আপত্তি ছিল, সেগুলোতেই স্টে দিয়েছে। এটা মমতা ও তৃণমূল আন্দোলন করেছিল, বিরোধিতা করেছিল। সেগুলিতেই স্টে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে নিজেদের জয় দেখছে বিজেপি। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, মাননীয় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য দৃঢ় সংকল্প দেখিয়েছে। যে কারণে বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল।বিজেপি চেয়েছিল এমন একটা বিভেদমূলক আইনকে নিয়ে আসতে, যা সাম্প্রদায়িকতাকে উস্কে দেবে এবং দীর্ঘদিনের মীমাংসা হয়ে যাওয়া বিষয়গুলিকে ফের সামনে নিয়ে আসবে।
(ANI) কংগ্রেস রাজ্যভার সাংসদ শক্তি সিন বহিল বলেছিলেন,' বিষয়গুলি নিয়েই সংসদে আলোচনা করার সময় কেন্দ্রীয় সরকারের তরফে বাধা দেওয়া হয়। মূল সমস্যাগুলি সুপ্রিম কোর্ট তুলে ধরেছে। ১ নম্বর হল, এই যে ৫ বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এটা নিয়েও সংসদে বিতর্ক হয়েছিল। ' কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, যেহেতু এই আইন সংবিধানের এক্তিয়ারের মধ্যেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি, সুপ্রিম কোর্টে গিয়ে এইরকম থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে। মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কনগ্র্যাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে, যে তারা আবার সুপ্রিম কোর্ট থেকে কানমলা খেয়ে বাড়ি ফিরলেন।'কাদের জয় হল?সুপ্রিম কোর্টের ওয়াকফ-রায় নিয়ে এখন সেই দড়ি টানাটানিই চলছে।























