College Reopening Update: খুলছে কলেজ, ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া ক্লাস নয় আশুতোষ, স্কটিশ চার্চ ও বঙ্গবাসীতে
সপ্তাহে ২দিন ক্লাস আশুতোষ, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, বাসন্তীদেবীর মতো কলেজগুলোতে। আপাতত আসছে না যাদবপুর, স্কটিশচার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতরা।
কলকাতা: স্কুলের মত পড়ুয়াদের রোজ ক্লাস নয় কলেজে (College Reopening)। একজন পড়ুয়ার সপ্তাহে ৩ দিন ক্লাস লেডি ব্রেবোর্ন (Lady Brabourne College) বেথুন (Bethune College) ও স্কটিশচার্জ কলেজে (Scottish Church College )। সপ্তাহে ২দিন ক্লাস আশুতোষ, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, বাসন্তীদেবীর মতো কলেজগুলোতে। আপাতত আসছে না যাদবপুর, স্কটিশচার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতরা।
বঙ্গবাসীতে (Bongobasi College) জেনারেলের নয়, শুধু অনার্সের ক্লাস শুরু হচ্ছে। ক্লাস করতে আশুতোষে (Asutosh College) ডবল ভ্যাকসিনের শংসাপত্র বাধ্যতামূলক। নূন্যতম একটি ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট ক্লাস করতে লাগবে স্কটিশ চার্চ ও বঙ্গবাসীর মতো কলেজগুলোতে। তবে, কবে, কাদের ক্লাস তা সংশ্লিষ্ট বিভাগের হাতেই ছেড়েছে প্রেসিডেন্সি (Presidency University) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।
উল্লেখ্য, দীর্ঘদিন বাদে আজ খুলল স্কুল। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায় শুরু হবে।
ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হবে পড়ুয়াদের। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশাপাশি আজ খুলল বেসরকারি স্কুলও। তবে, ক্যালকাটা গালর্স, ডন বস্কো, ডিপিএস রুবি পার্ক, ফিউচার ফাউন্ডেশন মতো বহু স্কুলে আজ শুধু নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হল। সাউথ পয়েন্টে ক্লাস শুরু হল শুধু দশমের। যদিও লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে নবম থেকে দ্বাদশ পর্যন্তই ক্লাস হবে।
স্কুল খোলার দিনেই সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে বলে আজ জানিয়েছেন ব্রাত্য বসু। বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য। ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে। এ নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন: Malda: সরকারের প্রতি ক্ষোভ, গাজোলে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ কৃষকদের
আরও পড়ুন: Hooghly Crime News: গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাত, স্ত্রী এসে দেখলেন স্বামীর দেহ মাটিতে লুটিয়ে