Hooghly Crime News: গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাত, স্ত্রী এসে দেখলেন স্বামীর দেহ মাটিতে লুটিয়ে
Hooghly Chanditala Old Man Death : গত এক মাসের মধ্যে কলকাতায় একের পর এক খুনের ঘটনায়, উঠে এসেছে লুঠের তত্ত্ব! এবার লুঠে বাধা পেয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলায়।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুন! থিয়েটার রোডের অভিজাত আবাসনে, ৯১ বছরের মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার!
গত এক মাসের মধ্যে কলকাতায় একের পর এক খুনের ঘটনায়, উঠে এসেছে লুঠের তত্ত্ব! এবার লুঠে বাধা পেয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলায়।
হুগলির চণ্ডীতলায় বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চণ্ডীতলার বলিজহাটির বাড়ি থেকে গতকাল রাতে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃতের নাম, পরেশচন্দ্র দাস(৬৫)। পুলিশ সূত্রে খবর, গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে লুঠপাটের উদ্দেশে হয়ত হানা দেয় দুষ্কৃতীরা। বাধা পেয়ে ওই ব্যক্তিকে খুন করে পালায়। বাড়িতে নির্মাণের কাজ চলছিল। তাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ।
আরও পড়ুন :
সল্টলেকে প্রকাশ্যে প্রাক্তন স্ত্রী-র ওপর অ্যাসিড হামলার অভিযোগ, গ্রেফতার ১
পারিবারিক অশান্তি? বৃদ্ধকে মাথা থেঁতলে খুন, আটক অভিযুক্ত মেয়ে
পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্ডীতলা বরিজহাটি পূ্র্বপাড়ার বাসিন্দা পরেশ চন্দ্র দাস সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী মিতা দাস পেশায় নার্স। তিনি চন্ডীতলার একটি নার্সিংহোম নাইট ডিউটিতে ছিলেন। ভোরে বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। ঘরের মধ্যে পরেশ দাসের রক্তাক্ত গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে প্রতিবেশীরা জড়ো হন। খবর দেওয়া হয় চন্ডীতলা থানায়। হুগলি গ্রামীন পুলিশ ঘটনার তদন্তে নামে। মৃতর স্ত্রী মিতা দাস বলেন, 'ভোর সাড়ে চারটের সময় বাড়ি ফিরে দেখি দরজা খোলা, দেহ পড়ে আছে, ঘরের আলমারি ভাঙা জিনিসপত্র ছড়ানো ছিল চারিদিকে। সব নিয়ে গেছে ওরা। '
এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত পরেশ বাবুর কোনও শত্রু ছিল না বলেই জানান তাঁর স্ত্রী ও পরিচিত মানুষরা। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খুন । এর পিছনে কী কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।