Coronavirus In Medical Sector : ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত হলেন আরও ১০০
Coronavirus In National Medical College : কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত হলেন আরও ১০০ জন।
ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনা থাবা ক্রমাগত চওড়া হচ্ছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতে। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত হলেন আরও ১০০ জন। এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই হাসপাতালে।
পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫। কল্যাণীর জেএনএম হাসপাতালেও করোনার থাবা। ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক নার্স মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৭ জন। এদের মধ্যে ১৩ জন ডাক্তারি পড়ুয়া, চারজন চিকিৎসক রয়েছেন। এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭।
৫ আধিকারিক-সহ স্বাস্থ্য ভবনের ৫০ জন কর্মী করোনা আক্রান্ত। ন্যাশনাল মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, ন্যাশনাল মেডিক্যালের অর্থপেডিক বিভাগের প্রধান-সহ অধিকাংশ চিকিৎসক করোনা আক্রান্ত। আক্রান্ত কার্ডিও থোরাসিক সার্জারি বিভাগের সত্তর শতাংশ চিকিৎসক।
আরও খবর :
ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ, আজ-কাল বন্ধ সোনারপুর-রাজপুর পুর এলাকার সব বাজার
আরজি কর মেডিক্যাল কলেজে সংখ্যাটা ১২৪। চিত্তরঞ্জন সেবাসদনের চিকিৎসক-সহ ১০৪ জন স্বাস্থ্যকর্মী এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন। ENT বিভাগের বহু চিকিৎসক করোনা আক্রান্ত।
National Institute of Cholera and Enteric Diseases বা NICED’র অধিকর্তা শান্তা দত্ত-সহ ১২ জন এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-হাসপাতালের২৮ জন ডাক্তারি পড়ুয়া, ৭ জন নার্স, ২ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ৬ চিকিৎসক-সহ ১৫ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শতরূপা বসু-সহ এখনও পর্যন্ত ১১২ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত।করোনা আক্রান্ত টিএল জয়সওয়াল হাসপাতালের সুপার কেয়া চট্টোপাধ্যায়।
বেসরকারি হাসপাতালেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আমরি হাসপাতালে ২০, আর এন টেগোর হাসপাতালে ১৫ , এবং সিএমআরআই-তে ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। SBI’র পার্ক স্ট্রিটের জীবনদীপ ভবনের IFB ব্রাঞ্চের কর্মী সংখ্যা ৫০ জন। তাঁদের মধ্যে ৩২ জনই করোনা পজিটিভ। SBI’র ম্যাগনাম হাউসের ৫০ জন কর্মীর মধ্যে ৩৫ জন করোনা আক্রান্ত।
বন্ধ করা হয়েছে অফিস! জওহরলাল নেহরু রেডে SBI’র শ্রীবৃদ্ধি ভবন শাখার ২৫ জন কর্মী করোনা আক্রান্ত।