Covid Care Network: আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার দিশা, উদ্যোগ কোভিড কেয়ার নেটওয়ার্কের
Covid Care Network: করোনার (Corona) জোড়া ঢেউ বহু সংসারকে তছনছ করে দিয়ে গেছে। এমন সব পরিবারের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ কোভিড কেয়ার নেটওয়ার্কের। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার রাস্তা দেখাবে নেটওয়ার্ক।
![Covid Care Network: আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার দিশা, উদ্যোগ কোভিড কেয়ার নেটওয়ার্কের Covid Care Network take initiative way to get rid of legal complications Covid Care Network: আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার দিশা, উদ্যোগ কোভিড কেয়ার নেটওয়ার্কের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/11/1a95ee497581244afa1fe12c570a5494_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: লক্ষ্য, মানুষের পাশে দাঁড়িয়ে কোভিড-যুদ্ধ (Covid19) জয়। সেই কথা মাথায় রেখেই কোভিড কেয়ার নেটওয়ার্ক (Covid Care Network)-এর বিশেষ উদ্যোগ। কোভিডে মৃতদের পরিবারকে আইনি পরামর্শ দিয়ে সাহায্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফোরামের সদস্যরা।
কেউ সন্তানকে হারিয়েছেন, কেউ স্বামীকে। এমনকি মা-বাবাকে হারিয়ে একরত্তির ঠাঁই হয়েছে হোমে। করোনার (Corona) জোড়া ঢেউ বহু সংসারকে তছনছ করে দিয়ে গেছে। এমনই সব পরিবারের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ Covid Care Network-এর। নানা সরকারি প্রকল্পের সুবিধা যাতে তাঁরা সহজে পেতে পারেন তা দেখার পাশাপাশি, কোনও আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ারও রাস্তা দেখাবে এই নেটওয়ার্ক। কোভিডে বহু মানুষ স্বজনকে হারিয়েছে, সামনের পথ আরও কঠিন। আইনি পরামর্শ দিতে চালু করা হয়েছে হেল্পলাইন। নম্বরগুলি হল- ৭০৪৪০৪১০১৩ ও ৭০৪৪০৪১০১৪।
করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় যখন দিশাহারা ছিল গোটা দেশ, সেই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পথচলা শুরু করে কোভিড কেয়ার নেটওয়ার্ক। করোনায় যাঁরা সব হারিয়েছেন, এবার তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ সংস্থার। কোভিড কেয়ার নেটওয়ার্কের উপদেষ্টা ও চিকিত্সক অভিজিত্ চৌধুরী, “অল ইন্ডিয়া করার ইচ্ছে রয়েছে। সরকারের কাছে সহায়তা চাইব।’’এই কাজে Covid Care Network-এর সঙ্গে এগিয়ে এসেছেন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
এদিকে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৯৯৮। রাজ্য স্বাস্থ্য দফতেরের বুলেটিন অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৯জনের। গত একদিনে রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৮৪। রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৯৪,৮৪০। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৫৭৪।
আরও পড়ুন: Omicron: দার্জিলিঙে বিপদ সীমার ওপরে করোনা সংক্রমণ হার, চিন্তা বেড়েছে স্বাস্থ্য কর্তাদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)