Booster Dose: কমল ব্যবধান, করোনার দ্বিতীয় ডোজের ৬ মাসেই নেওয়া যাবে বুস্টার ডোজ
করোনার (Corona) বুস্টার ডোজ এবার নেওয়া যাবে ৬ মাসেই। দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার ৬ মাসেই বুস্টার ডোজ। বর্তমানে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ।
কলকাতা: করোনা প্রতিরোধে বুস্টার ডোজ (Booster Dose) প্রয়োগের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। করোনার (Corona) বুস্টার ডোজ এবার নেওয়া যাবে ৬ মাসেই। দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান কমিয়ে এবার ৬ মাসেই বুস্টার ডোজ। বর্তমানে দ্বিতীয় ডোজের ৯ মাস পরে নেওয়া যায় বুস্টার ডোজ।
প্রথমে বলা হয়েছিল, ১৮ থেকে ৫৯ বছর বয়সী সবাইকে এখন ৯ মাসে বুস্টার ডোজ দেওয়া হবে। তবে এখন ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)- এর তরফে দ্বিতীয় এবং বুস্টার ডোজগুলির মধ্যে ব্যবধান কমানোর সুপারিশ করা হয়।
তবে করোনার দুটি ভ্যাকসিন নিলেও করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানিয়েছিলেন ডেপুটি মেয়র। এই পরিস্থিতিতে, স্বাস্থ্য দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।
রাজ্যে (West Bengal) ফের মারাত্মক হারে বাড়ছে করোনা সংক্রমণ (Corona)। এরই মধ্যে রাজ্যবাসীর একাংশের মধ্যে বুস্টার ডোজে অনীহা দেখা দিচ্ছে বলে প্রশাসন সূত্রে দাবি। কেন্দ্রের নিয়ম-বিধির (Covid Restrictions) কারণেই অনীহা! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর ফলে জুলাই মাসের শেষে মেয়াদ শেষ হতে চলেছে বিপুল পরিমাণ টিকার। এই পরিস্থিতিতে যে সমস্ত জেলায় স্টোরে মজুত ও দ্রুত মেয়াদ উত্তীর্ণ হবে এমন ভ্যাকসিন রয়েছে, তা নিয়ে আসা হচ্ছে বাগবাজার ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে চাহিদা বুঝে ওই ভ্যাকসিন পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছে পাটনায়। আগামীকাল হায়দরাবাদে পাঠানো হবে আড়াই লক্ষ ডোজ। স্বাস্থ্য সচিবের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে বিনামূল্য সকলকে প্রিকশনারি ডোজ দেওয়ার। জবাব মেলেনি কেন্দ্রের। খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
আরও পড়ুন: Sudip Banerjee On Governor: “লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল'' বিস্ফোরক দাবি সুদীপের