Cyber Crime: 'ভিডিও কল করে দেখাল, ১৬৪ কোটি টাকার ফ্রড করেছি', খাস কলকাতায় সাইবার প্রতারণায় ২২ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ!
Cybar Fraud in Kolkata: কলকাতায় ফের ডিজিটাল গ্রেফতারি! পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ! টার্গেট সেই প্রবীণ নাগরিক!

আবির দত্ত, কলকাতা: ফের সাইবার প্রতারকদের টার্গেট প্রবীণ নাগরিকরা। ডিজিটাল অ্য়ারেস্টের ভয় দেখিয়ে রিজেন্ট পার্ক থানা এলাকার এক বৃদ্ধের থেকে ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। মুম্বই থেকে ভিডিও কলে ভয় দেখানো হয় বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। রিজেন্ট পার্কের বাসিন্দা প্রবীর মুখোপাধ্য়ায়ের অভিযোগ, তাঁকে ভিডিও করে দেখানো হয় যে, তিনি নাকি ১৬৪ কোটি টাকার প্রতারণা করেছেন!
কলকাতায় ফের ডিজিটাল গ্রেফতারি! পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ! টার্গেট সেই প্রবীণ নাগরিক! ফের সামনে এল ভিনরাজ্যের যোগ! মুম্বই থেকে পুলিশ পরিচয় দিয়ে রিজেন্ট পার্কের ৭৫ বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্য়ায়কে ডিজিটাল অ্য়ারেস্টের ভয় দেখিয়ে অ্য়াকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ উঠল। প্রবীর মুখোপাধ্য়ায়ের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ফোনে ভিডিও কল আসে! সেই ভিডিও কলে পুলিশের উর্দি পরে কয়েকজনকে বসে থাকতে দেখেন তিনি। তাঁর দাবি, ওই ব্য়ক্তিরা নিজেদের মুম্বই পুলিশ বলে দাবি করেন। তাঁর দাবি, ভিডিও কলে জানানো হয়, মধ্য়প্রদেশের এক ব্য়ক্তির সঙ্গে মিলে ওই বৃদ্ধ ৪০০ কোটি টাকার প্রতারণা করেছেন। তদন্তের স্বার্থে ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রবীর মুখোপাধ্য়ায় বলেছেন, 'ভিডিও কল করে ওরা দেখিয়েছে যে আমি ১৬৪ কোটি টাকার ফ্রড করেছি। মোট ৪৮০ কোটি টাকা দুজনে মিলে নাকি করেছি। মধ্যপ্রদেশের একজন ভদ্রলোক সমেত আমি। দেখলাম দারোগা বাবু বসে রয়েছেন। পুলিশের উর্দিতে সবাই রয়েছে। অন্য়ান্য SI, কনস্টেবল সব রয়েছে। একটা ঘরের মধ্য়ে পুরো অভিনয়। সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি। সাইবার থেকেও আমাকে তাই বলেছে।' বৃদ্ধের অভিযোগ টাকা না দিলে গ্রেফতারির ভয়ও দেখানো হয়। তাঁর দাবি, এরপরই ভয় পেয়ে প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে দেন তিনি।
প্রবীর মুখোপাধ্যায় বলেন, 'ভয়ে আমার ১৫ বছরের জেল হেফাজত হবে ৭৫ বছর বয়স আমার এখন। ৪ ধাপে মোট ২২ লক্ষ টাকা।' দিন কয়েক আগেই কলকাতার এক প্রবীণ নাগরিককে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই গুজরাত থেকে এক শিক্ষক সহ তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই ঘটনার দিন কয়েকের মধ্যে ফের একই অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্য়েই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য।






















