Firhad Hakim Visit: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর, দুর্গতদের স্কুলে রাখার ব্যবস্থার নির্দেশ ফিরহাদের
শহরের উত্তর থেকে দক্ষিণ কার্যত বানভাসি। বেহালা, একবালপুর, খিদিরপুর, চেতলা, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিটের মতো এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ।
অর্ণব মুখোপাধ্যায়, ময়ুখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, কলকাতা: কলকাতায় বিভিন্ন এলাকায় জল জমার জন্য ক্ষমাপ্রার্থী ফিরহাদ হাকিম। আজ শহরের জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। তাঁর হুঁশিয়ারি, যে সব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
এদিন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, যে সব জায়গায় মানুষ কষ্ট পাচ্ছেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আগামী বছর যাতে তাঁরা এই কষ্ট না পান, সেই চেষ্টা করছি।
পুরসভার নিকাশীর কাজ যে শেষ হয়নি, তা বর্ষার প্রথম বৃষ্টিতেই ভালমতো টের পেল কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ কার্যত বানভাসি। বেহালা, একবালপুর, খিদিরপুর, চেতলা, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিটের মতো এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বন্ধ ছিল লকগেট। তার জন্য জল জমে যায়। বৃহস্পতিবার সকালে লকগেট খোলা হলে জল নামতে শুরু করে।
শহরের জল দুর্ভোগের ছবি এদিন ঘুরে দেখেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ভবানীপুরে যান ফিরহাদ। সেখান থেকে হরিশ মুখার্জি রোড হয়ে বিড়লা তারামণ্ডল। এরপরের গন্তব্য একবালপুর। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে ক্ষোভ উগরে দেন। দুর্গতদের স্কুলে থাকার জন্য ব্যবস্থা করার জন্য স্থানীয় কোঅর্ডিনেটরদের নির্দেশ দেন ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম বলেন, কিছু নিচু এলাকায় জল জমেছে। চেতলা, বেহালা খিদিরপুর, এখানে কোঅর্ডিনেটরদের বলেছি স্কুলে থাকার ব্যবস্থা করতে। খাবার দিতে। একবালপুর থেকে মল্লিকবাজারে কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের অফিসে যান ফিরহাদ। তিনি বলেন, স্টেজ টু, স্টেজ থ্রির- কাজ হচ্ছে বেহালা , যাদবপুর কাজ চলছে। এই প্রকল্পগুলি এখনও শেষ হয়নি। দেখভালের অভাব ছিল। কলকাতা পুরসভার প্রতিটি বিভাগের আধিকারিকদের যুক্ত করা হবে। যারা দেরি করবে সেই ঠিকাদার সংস্থাকে কালো তালিকা ভুক্ত করা হবে ।
দুপুরেই পুরসভায় শহরের নিকাশী নিয়ে আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। এদিকে, বুধবার রাতে লকগেট বন্ধ থাকলেও এদিন সকালে বাগবাজারে লকগেট খোলা হলে দেখা যায়, হু হু করে জল বেরোচ্ছে। চাঁদপাল ঘাট ও মিলেনিয়াম পার্কের লকগেট পরিদর্শন করেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য তারক সিং। তিনি বলেন,সকাল ৮টায় লকগেট খোলা হয়েছে। রাতভর বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন।