Bidhannagar Police Cheating Case : পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ! গ্রেফতার ৪
অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারনার ঘটনায় ৩ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।
![Bidhannagar Police Cheating Case : পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ! গ্রেফতার ৪ four arrested by bidhannagar police on cheating case on the name of giving jobs, know in details Bidhannagar Police Cheating Case : পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ! গ্রেফতার ৪](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/3f035645a353433b4da119a55ec28c39_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা : ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইনে প্রতারণার মতো ঘটনা। এবার সামনে এল অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার ঘটনা। সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় ৩ মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ঘটনায় শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয় যে, কোনও এক সংস্থা অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। সেখান থেকে যাঁরা যোগাযোগ করেছেন তাঁদের থেকে টাকা নিয়ে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবং এখানেই শেষ নয়, পরে তাঁদের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হচ্ছে। তবে, পুরো ঘটনাটি ঘটছে পঞ্চায়েত দফতরের চোখের আড়ালে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হতে উঠে আসে সল্টলেকের একটি অফিসের ঠিকানা। সেই অনুযায়ী আজ মঙ্গলবার সল্টলেকের এ ডি ব্লকের ২৩০ নম্বর বাড়িতে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেখান থেকে ৩ জন মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ধৃত ব্যক্তিদের অফিস থেকে বেশকিছু ল্যাপটপ, মোবাইল ফোন ও ভুয়ো নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চক্রের অন্যান্য সদস্যরা ধরা পড়লেও চক্রের মূল পান্ডা এখনও পলাতক। তার খোঁজ চলছে। কলকাতার একাধিক জায়গায় অফিস খুলে এই প্রতারণা চক্র চালাত ধৃতরা। জানা যাচ্ছে এমনটাই। এই অফিসগুলিতেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হত। আগামীকাল অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর। এই চক্রের মূল পান্ডা এবং অন্যান্য অফিস গুলির খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)