আজ থেকে খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, কোভিডবিধি মেনে তবেই প্রবেশ
ফুল-মিষ্টি নিয়ে পুজোও দিতে পারবেন পুণ্যার্থীরা
কলকাতা: আজ থেকে ফের কালীঘাট মন্দিরে গর্ভগৃহ দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে গর্ভগৃহ। দর্শনের পাশাপাশি ফুল-মিষ্টি নিয়ে পুজোও দিতে পারবেন পুণ্যার্থীরা। তবে মন্দিরে ঢুকতে গেলে সমস্ত রকম কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ।
শুরুতে কোভিড আবহে প্রায় একমাসের বেশি সময় বন্ধ ছিল মন্দির। গত ১৬ মে থেকে রাজ্য সরকারের বিধি নিষেধ মেনে ভক্তদের জন্য দ্বার বন্ধ করা হয়েছিল মন্দিরের। ৩৭ দিন পর ২২ জুন খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করার অনুমতি ছিল মন্দিরে। তবে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ভক্তদের জন্য বন্ধ থাকলেও পুজো, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদনের মতো মন্দিরের সমস্ত কাজ চালু ছিল।
যদিও এই মাসের শুরুতে বিপত্তারিণী পুজোর দিন মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন দর্শণারথীরা। দূরত্ববিধি মেনে ভক্তরা প্রবেশ করলেও, মন্দিরের বাইরে বিধিভঙ্গের ছবি ধরা পড়েছিল। কারও মুখে মাস্ক ছিল না, তো কোথাও আবার চোখে পড়েছিল গাদাগাদি ভিড়। পুজো উপলক্ষ্যে দোকানের পশরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা।
উল্লেখ্য, রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৭১১ জন। গত ২৪ ঘণ্টাতে বাংলায় মৃত্যু হয়েছে ৫ জনের। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১। রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় তৎপর হয়েছে প্রশাসন। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হয়েছে কোভিড বিধি। কড়াকড়ি হয়েছে পুলিশি তৎপরতা। পর্যটন ক্ষেত্রগুলোর ওপরেও নজরদারি চলছে। সবমিলিয়ে সংক্রমণে রাশ টানতে তৎপর প্রশাসন।