![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs NZ 3rd T20: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ইডেনে আজ সস্ত্রীক জগদীপ ধনকড়
IND vs NZ 3rd T20: শনিবার দুপুরে কলকাতা এসে পৌঁছয় ভারত, নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সটান ইডেনে গিয়ে হাজির রাহুল দ্রাবিড়। সঙ্গে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
![IND vs NZ 3rd T20: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ইডেনে আজ সস্ত্রীক জগদীপ ধনকড় IND vs NZ 3rd T20: west bengal governor Jagdeep Dhankhar will watch India vs New Zealand match Eden Gardens, Kolkata today IND vs NZ 3rd T20: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ইডেনে আজ সস্ত্রীক জগদীপ ধনকড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/f4d4525ab5cfc4c95d7c0d54a841ed05_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ ইডেনে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড। সেই ম্যাচেই সস্ত্রীক খেলা দেখতে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটারে এই বিষয় নিজেই জানিয়েছেন রাজ্যপাল। আজ সন্ধে ৭টায় ম্যাচের শুরুর সময়ই ইডেনে ঢোকার কথা ধনকড়ের।
Governor West Bengal Shri Jagdeep Dhankhar will watch India vs New Zealand, 3rd T-20 Test @BCCI at Eden Gardens, Kolkata today.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 21, 2021
Governor Dhankhar along with Mrs Sudesh Dhankhar is scheduled to arrive at Eden Gardens today at 7PM.
ইডেন ম্যাচ ঘিরে গোটা শহর জুড়ে যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে, তার আঁচ কলকাতায় পা দিয়েই টের পেয়েছে টিম ইন্ডিয়া। তবে, এখনও শুকোয়নি বিশ্বকাপ-ক্ষত। তাই বদলা হিসেবে হোয়াইট ওয়াশ করেই থামতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তাই, নজরে ইডেনের পিচ। শনিবার দুপুরে কলকাতা এসে পৌঁছয় ভারত, নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সটান ইডেনে গিয়ে হাজির রাহুল দ্রাবিড়। সঙ্গে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। পিচ পরীক্ষা করে দেখেন তাঁরা। আলোচনা হয় স্ট্র্যাটেজি নিয়েও। মিনিট পনেরো পর ইডেন ছাড়েন টিম ইন্ডিয়ার হেডস্যার। কেমন হতে চলেছে রবিবার ইডেনের পিচ? স্পোর্টিং পিচ হবে, বলছেন পিচ কিউরেটর। ইডেনের উইকেট পরিদর্শন করে শুক্রবারই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং। স্পোর্টিং উইকেটে কি রোহিতদের পাশে জ্বলে উঠবেন সূর্যকুমার যাদব বা হর্ষল পটেলরা? রবিবার জবাবটা দেবে ইডেনের উইকেট।
প্রথম ২ ম্যাচ জিতে যাওয়ায় সিরিজও পকেটে পুরে নিয়েছে টিম রোহিতরা। তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছ। ফলে এই ম্যাচে রিজার্ভ বেঞ্চ পরখ করে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড, আবেশ খানের মতো তরুণরা এখনও চলতি সিরিজে মাঠে নামার সুযোগ পাননি। এই ম্যাচে তাই নতুন কোনও মুখ একাদশে দেখা যেতেই পারে।
সেক্ষেত্রে একাদশের বাইরে দেখা যেতে পারে দীপক চাহারকে। ২ ম্যাচে মোট ৮৪ রান দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার। এছাড়াও গায়কোয়াডকে দেখা যেতে পারেন একাদশে। আইপিএলে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল তাঁকে। ইডেনেই আন্তর্জাতিক ক্রিকেটেও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় কি না তাঁর তা এখন দেখার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)