Shantan: 'কোনও তর্কবিতর্ক হলে মা সবসময় বাবাকেই সাপোর্ট করত',সন্তান নিয়ে আড্ডায় Exclusive রাজ-শুভশ্রী
ABP Ananda Live: বাবা-মায়েরা তাঁদের সমস্ত কিছুটা দিয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন। কিন্তু ব্যস্ততার সময়ের অজুহাত দিয়ে সন্তানরা কি তাঁদের বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করতে ভুলে যাচ্ছে? ঠিক এই প্রশ্নই তুলেছে পরিচালক রাজ চক্রবর্তীর সন্তান ফিল্মে। সিনেমা নিয়ে এবিপি আনন্দে Exclusive আড্ডায় অভিনেত্রী শুভশ্রী এবং পরিচালক রাজ চক্রবর্তী।
বাবা-মা হিসেবে নয়, এই গল্পটা বলা জরুরি বলে মনে হয়েছিল একজন সন্তান হিসেবে। প্রথমবার পারিবারিক ছবির আঙ্গিনায় পা রাখছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সঙ্গী অবশ্যই শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তবে শুধু তিনিই নন, এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া সরকার, খরাজ মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর মতো দক্ষ সব অভিনেতা। এই ছবি এক বাবা ছেলের সম্পর্কের গল্প বলে। আর সেই ছবিতে অভিনয় বা পরিচালনা করতে গিয়ে কী কী পরিবর্তন এল রাজ-শুভশ্রীর জীবনে? সেই কথাই তুলে ধরলেন পরিচালক ও অভিনেত্রী।