Jadavpur: বন্ধুদের সঙ্গে পার্টি সেরে ফেরার পর থেকেই মনমরা ছিলেন, দু-দিন পর ঘর থেকে উদ্ধার যুবকের দেহ
পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর এক বন্ধুর বাড়িতে পার্টি দিয়েছিলেন ঋত্বিক। সেই পার্টিতে ছিলেন তিন তরুণীও। পার্টি থেকে ফেরার পর থেকে মনমরা ছিলেন ঋত্বিক।
কলকাতা: পূর্ব যাদবপুর (Jadavpur) থানার অজয়নগরে এক যুবকের ঝুলন্ত দেহ (Youth Body) উদ্ধার। গতকাল রাতে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঋত্বিক দাস ওরফে বুবাইয়ের মৃতদেহ। বাড়ির অ্যাকোরিয়াম থেকে উদ্ধার হয় তাঁর মোবাইল ফোন। পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর এক বন্ধুর বাড়িতে পার্টি দিয়েছিলেন ঋত্বিক। সেই পার্টিতে ছিলেন তিন তরুণীও। পার্টি থেকে ফেরার পর থেকে মনমরা ছিলেন ঋত্বিক। তারপর গতকাল উদ্ধার হল ঝুলন্ত মৃতদেহ। পূর্ব যাদবপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
সম্প্রতি মাঠের ভিতর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ২৬ নভেম্বর সকালবেলা অন্যান্য দিনের মতোই মাঠে ক্ষেতের কাজ করতে গিয়েছিলেন গ্রামবাসীরা। আর মাঠে যেতেই তাঁদের চোখে পড়ল মর্মান্তিক দৃশ্য। স্থানীয় বাসিন্দারা এদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, ক্ষেতের পাশে ছোট্ট একটি গাছে গলায় বেল্ট দিয়ে ঝুলে রয়েছে এক যুবকের দেহ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবড়া (Habra) থানার পৃথিবা পঞ্চায়েতের হিরাপোল এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও মাঠে কাজে গিয়েছিলেন তাঁরা। এদিন মাঠে যেতেই ক্ষেতের পাশে তাঁরা এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরা দেখেন, কোমর সমান একটি গাছে প্যান্টের বেল্টের সঙ্গে ঝুলছে তাঁর মৃতদেহ। মৃত অবস্থায় যুবকের পিঠে একটি ব্যাগও ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই যুবককে এলাকার কোনও মানুষ চিনতে পারেননি। পাশাপাশি এত ছোট গাছে কীভাবে কোনও ব্যক্তি আত্মহত্যা করতে পারে, তা নিয়েও সংশয় দেখা গিয়েছে এলাকার বাসিন্দাদের মনে। এমন ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে।
পাশাপাশি ২৩ নভেম্বর কালনার (Kalna) সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অপমানে আত্মহত্যার (Suicide) অভিযোগ, উদ্ধার সুইসাইড নোট (Suicide Note)। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, তদন্ত শুরু করে পুলিশ।
সূত্রের খবর, প্রেমিকের সঙ্গে চলে গিয়েছেন স্ত্রী। সেই অপমানই আত্মহত্যা বলে অভিযোগ। শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। পুলিশ সূত্রে খবর, “আমার মৃত্যুর জন্য এই বাড়ির কেউ দায়ী নয়’’ লেখা উদ্ধার হয়েছে সুইসাইড নোট। আজ মঙ্গলবার (Tuesday) সকাল নাগাদ শ্বশুরবাড়ির চিলেকোঠা থেকে জামাই সুদেব দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।