Jagdeep Dhankhar Covid Vaccine: কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল
আজ, শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল।
কলকাতা: আজ, শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল। এদিন সকালেই টুইট করে জগদীপ ধনকড় জানান, স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে যাবেন। এরপর সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুর কম্যান্ড হাসপাতালে নিজের দ্বিতীয় ভ্যাকসিন নেন জগদীপ ধনকড়।
Governor West Bengal Shri Jagdeep Dhankhar and Smt Sudesh Dhankhar will receive the second dose of COVID-19 vaccine today at 11.30 am at COMMAND HOSPITAL @easterncomd
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 24, 2021
এর আগে গত ১১ মার্চ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে নিজেই সেই বার্তা দিয়েছিলেন ৷ সঙ্গে ভ্যাকসিন নেওয়ার মুহূর্তের ভিডিও শেয়ারও করেন তিনি ৷ কমান্ড হাসপাতালেই নিয়েছিলেন কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ৷
Governor WB Shri Jagdeep Dhankhar and Smt Sudesh Dhankhar received the first dose of COVID-19 vaccine today at 11.30 am at COMMAND HOSPITAL @easterncomd
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 11, 2021
Governor thanked all doctors, nurses, health workers abd administrators at Command Hospital who gave vaccination today. pic.twitter.com/CdTswUwBhZ
এদিকে করোনা রোগীর মৃত্যুতে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিৎসকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তাঁর চিকিৎসা চলছিল, সংশ্লিষ্ট সেই চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন।
হাসপাতালে ভর্তি করোনা রোগীকে অন্যত্র স্থানান্তরিত করার সময় মাঝরাস্তায় তাঁর মৃত্যু হলে সেক্ষেত্রে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তারাই ইস্যু করবে ডেথ সার্টিফিকেট।
এছাড়াও, করোনা রোগীর শেষকৃত্য নিয়েও সংশোধিত নির্দেশিকায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে মৃত করোনা রোগীর পরিবারকে কলকাতা পুরসভার চিফ হেলথ মেডিক্যাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
শহরতলির ক্ষেত্রে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও ও বিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে মৃত করোনা রোগীর পরিবারকে।
সাম্প্রতিককালে, রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে, কীভাবে করোনায় মৃত রোগীর দেহ পড়ে রয়েছে। সৎকার না হওয়ায় বাড়িতেই পচন ধরছে দেহে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে একই ভয়ঙ্কর চিত্র।