(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata: 'হিন্দুস্তানকে তালিবান হতে দেব না', ভোটের প্রচারে মোদিকে নিশানা করে বার্তা মমতার
Kolkata: বিজেপি ও নরেন্দ্র মোদিকে নিশানা করে নির্বাচনী প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একবালপুরে উপ নির্বাচনের প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: 'হিন্দুস্থানকে কোনওভাবেই তালিবান হতে দেব না', ভোটের প্রচারে গিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন একবালপুরে উপ নির্বাচনের প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, 'নরেন্দ্র মোদি, অমিত শাহকে দাদা-ভাই বলে সম্বােধন করি। এটা আমাদের সৌজন্য। কিন্তু তাই বলে, দেশে তালিবান-শাসন জারি করতে দেব না। দেশকে টুকরো হতে দেব না। কেউ মা বলি, কেউ আম্মা বলেন। প্রয়োজনে একজনের রক্ত অন্যের শরীরে দান, এটাই হিন্দুস্থান।'
ভবানীপুরে এবার উপ নির্বাচনে প্রার্থী হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারই প্রচারে এদিন একবালপুরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই তিনি আরও বলেন, 'ভারতীয়কে তালিবান বানাতে চাইছে, দেব না। ভারত, ভারতই থাকবে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ থাকবেন, বল্লভভাই পটেল থাকবেন। সবাই থাকবেন।' বিজেপি ও নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি আরও বলেন, 'চারটে জায়গায় উপনির্বাচন বাকি আছে। আমরাই জিতব। বিজেপি জিততে পারবে না। আগামী দিনের লড়াই, বিজেপিকে দেখাতে চাই, তোমরা যদি মনে করো, তোমরা বুনো ওল, আমরাও ভাগা তেতুল।'
বাংলার মানুষের পাশে সবসময় থাকা র বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আপনাদের ছেড়ে আমার কোনওদিনই যাওয়া সম্ভব নয়। আপনাদের সঙ্গে থাকাটাই আমার কাজ। উত্তরপ্রদেশে কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। ত্রিপুরায় যেতে গেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলকে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখানেও তো পুজো হয়, ১৪৪ ধারা জারি করা হয় না। কিন্তু ত্রিপুরা সরকার বলছে, পুজোর সময় তারা ১৪৪ ধারা জারি রেখেছে। আপনারা শান্তিতে ভোট দিন। যদি কেউ বদমাইশি করে তবে ওদের ফাঁদে পা দেবেন না। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লড়ব। প্রয়োজনে ত্রিপুরায় খেলা হবে। ভোটের ময়দানে লড়াই হবে, বিজেপিকে হারাব। আমরা খেলব, জিতব, বিজেপিকে দেশ থেকে তাড়াব। আমরা খেলব, লড়ব, জিতব ও বিজেপিকে দেশ থেকে হটাব। এইটা আমাদের প্রতিজ্ঞা।"