KMC Election 2021 : কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে মামলা বিজেপির, আগামীকাল শুনানি
BJP Files Case at High Court : রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুলিশের উপর আস্থা রাখলেও গেরুয়া শিবির অবশ্য সেই রাস্তায় হাঁটতে নারাজ।
কলকাতা : কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021) করানোর দাবিতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি (BJP)। হাইকোর্টে মামলা দায়ের করে গেরুয়া শিবিরের দাবি, যাতে কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে করানো হয়। আগামীকাল অর্থাৎ বুধবার যে মামলার শুনানি হবে।
বিজেপির করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এদিন বলেছেন, 'আমরা প্রত্যেকে চাই ভোট যেন শান্তিপূর্ণ হয়, হিংসা না হয়। আমার মনে হয় রাজ্য সরকার ও নির্বাচন কমিশনও চাই চায়।' যার প্রত্যুত্তরে রাজ্যের আইনজীবী পাল্টা বলেন, ‘রাজ্য সরকারও চায় রাজনৈতিক সদ্ভাব বজায় থাকুক।’ প্রসঙ্গত, আগামী রবিবার ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট। কলকাতার ছোট লালবাড়ি কাদের দখলে থাকবে সেই উত্তর মিলবে ২১ ডিসেম্বর।
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই, কলকাতা পুলিশই (Kolkata Police) ভোট সুষ্ঠুভাবে করানোর পক্ষে যথেষ্ট বলে কিছুদিন আগেই রাজ্যপালের উত্তরে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar) জানতে চেয়েছিলেন, লোকসভা-বিধানসভা ভোটের মতো পুরভোট কেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে না। রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুলিশের উপর আস্থা রাখলেও গেরুয়া শিবির অবশ্য সেই রাস্তায় হাঁটতে নারাজ।
এদিকে, এদিনই কলকাতায় (Kolkata) সব ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব স্ট্রং রুমেও সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Kolkata Highcourt) । কমিশনের (State Election Commission) সম্মতিক্রমে এই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিজেপি নেতা দেবদত্ত মাঝির মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য, কলকাতা পুরভোটে মূল ভোটগ্রহণ কেন্দ্র ৪ হাজার ৮৪২। কলকাতা পুরভোটে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র ৩৬৫। এই সমস্ত কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- কলকাতায় সব ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ হাইকোর্টের