KMC Election 2021 : খোদ মেয়রকে হারিয়ে একসময়ের 'জায়ান্ট কিলার', অচেনা মাঠে স্বপনে আস্থা তৃণমূলের
TMC's Giant Killer Swapan Samaddar : বাম জমানায় মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায়কে দুহাজার সালের পুরভোটে হারিয়ে হয়ে উঠেছিলেন জায়ান্ট কিলার...
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : পাঁচবারের কাউন্সিলর। সামলেছেন মেয়র পারিষদের গুরু দায়িত্ব। বাম জমানায় তৃণমূল প্রার্থী হিসেবে খোদ মেয়রকে হারিয়ে হয়ে উঠেছিলেন জায়ান্ট কিলার। সেই স্বপন সমাদ্দার ফের প্রার্থী কলকাতা পুরভোটে। এবারও তারঁ সামনে অচেনা মাঠে খেলার চ্যালেঞ্জ।
কলকাতা পুরসভায় ২৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা। পাঁচবারের তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবার ষষ্ঠবারের জন্য ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে নেমেছেন। এবার তাঁকে ৫৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে তৃণমূল। হুডখোলা জিপে তাঁকে নিয়ে প্রচারে বের হন খোদ পুরপ্রশাসক ফিরহাদ হাকিম, যিনি নিজেও কলকাতার পুরভোটে ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী।
আরও পড়ুন ; রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের, পুর ভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী
সিটি কলেজে পড়ার সময় ছাত্র পরিষদ করে রাজনৈতিক জীবনে প্রবেশ। বাম জমানায় মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায়কে দুহাজার সালের পুরভোটে হারিয়ে হয়ে উঠেছিলেন জায়ান্ট কিলার। সুব্রত মুখোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন, বিল্ডিং বিভাগের মেয়র পারিষদের দায়িত্ব সামলেছেন স্বপন সমাদ্দার। সামলেছেন বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদের দায়িত্ব।
আরও পড়ুন ; গেরুয়া শিবিরের সর্বকনিষ্ঠ প্রার্থী, শহরে 'উন্নয়নের আলো' জ্বালাতে তমসাতেই আস্থা বিজেপির
১০ বছর কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০১৫ সাল থেকে ৫৮ নম্বর ওয়ার্ডে পুরপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন। আর এবার তৃণমূল তাঁকে প্রার্থী করেছে ৫৬ নম্বর ওয়ার্ডে। স্বপন সমাদ্দার বলেন, যখন ওয়ার্ড থকে সরিয়ে দেয় খারাপ লাগে। ওয়ার্ডের মানুষ আমাকে চান। আবার নতুন যেখানে পাঠাচ্ছে সেখানেও কাজটা করতে হবে। চ্যালেঞ্জ আছে। এই ওয়ার্ডেও ভাল করে করতে পারব।
ফিরহাদ হাকিম বলেন, এফিসিয়েন্ট লোক। আমাদের যখনই ক্রাইসিস, তখনই স্বপনদার ডাক পড়ে। সামলে দেন।
এহেন হেভিওয়েট প্রার্থী পুরভোটের চেনা লড়াইয়ে অচেনা ওয়ার্ড থেকে আবারও টক্কর দিতে তৈরি। ৫৬ নম্বর ওয়ার্ডে লড়াই চতুর্মুখী।