KMC Election 2021 : রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের, পুর ভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী
KMC Election 2021 : ‘রাজ্য পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করছে’, হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী।
সৌভিক মজুমদার , কলকাতা : কলকাতা পুরসভার ভোটে (KMC Election 2021 ) কেন্দ্রীয় বাহিনী নয় (central force), রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের। ‘পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ হাইকোর্টে। ‘বিজেপি প্রার্থীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ করবেন পুলিশ কমিশনার, অন্য কেউ অভিযোগ করলে নিরাপত্তার ব্যবস্থা করবেন সিপি, সব অভিযোগের তদন্ত করতে হবে' মন্তব্য হাইকোর্টের।
‘রাজ্য পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করছে’, হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি (BJP)। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পর, মঙ্গলবার হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই।
আরও পড়ুন :
করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে, প্রচারে বললেন মমতা
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। বিজেপি প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে! বারবার একই সওয়াল করেছেন রাজ্যপালও। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়ে দেয়, পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার নেই। কারণ হিসেবে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাজ্য সরকার যে পর্যাপ্ত বাহিনী দেওয়ার কথা বলেছে, তাতে রাজ্য নির্বাচন কমিশন আশ্বস্ত। তাই এখনই কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই।
কলকাতা পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সর্বোচ্চ আদালতে গেরুয়া শিবির অভিযোগ করে, তাদের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। প্রার্থীদের নাম প্রত্যাহারের জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় । এই মামলাতেই হাইকোর্ট জানিয়ে দেয়, ‘বিজেপি প্রার্থীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ করবেন পুলিশ কমিশনার'
পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশ। বাকিরা কলকাতা পুলিশের কর্মী। ভোটের আগে গতকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।