Actress Pratyusha Pal: অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে 'ধর্ষণের হুমকি', বেলঘরিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক
ইন্টারনেট আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়
![Actress Pratyusha Pal: অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে 'ধর্ষণের হুমকি', বেলঘরিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক Kolkata Accused youth in Actress Pratyusha Pal Instagram rape threat case arrested Belgharia Actress Pratyusha Pal: অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে 'ধর্ষণের হুমকি', বেলঘরিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/23/4b39c8fec4a64479ec8ea51118f98a20_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্থপ্রতিম বিশ্বাস, কলকাতা: অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। বেলঘরিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক বছরের অপেক্ষার পর অবশেষে অভিনেত্রী প্রত্যুষা পালকে হুমকি দেওয়ার অভিযোগে শেষমেশ গ্রেফতার অভিযুক্ত যুবক। ধৃতের নাম ঐশিক মজুমদার। বাড়ি বেলঘরিয়ায়।
বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা অভিযোগ করেন, ২০২০ থেকে ইনস্টাগ্রামে তাঁকে বারবার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও তা বন্ধ হচ্ছে না।
২০২০ সালের জুন মাসে প্রথম লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান অভিনেত্রী। অভিযোগ, তারপরও কোনও সুরাহা হয়নি। এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় হুমকি, পাঠানো হচ্ছে আপত্তিকর মেসেজ, ছবি সুপার ইম্পোজ করে আপলোড করা হচ্ছে। অভিনেত্রী বলেছিলেন, রেপ থ্রেট, সেক্সুয়াল স্কেচেস, ওপেন স্টোরিতে ট্যাগ করা হয়েছে। অ্যাকাউন্ট আইডেনটিফাই করা হয়েছে কিনা জানি না।
এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর তৎপর হয় পুলিশ। রুজু হয় মামলা। তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে শুরু হয় তদন্ত। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের তরফে ইনস্টাগ্রামকে মেল করা হয়।
তদন্ত নেমে টেলি অভিনেত্রী প্রত্যুষা পালের বয়ান রেকর্ড করে পুলিশ। লালবাজারে, হুমকি-পোস্টের স্ক্রিনশট জমা দেন অভিনেত্রী। এদিন তাঁর সঙ্গে কথা বলেন জয়েন্ট সিপি ক্রাইম।
কিন্তু অভিযোগ, তারপর আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্ত। মামলা রুজুর পরেও ইনস্টাগ্রামে অভিনেত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অবশেষে, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিনেত্রীকে আপত্তিকর মেসেজ ও ছবি সুপার ইম্পোজ করে আপলোড করার মতো অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইন্টারনেট আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার, ধৃতকে আদালতে তুলে হেফাজতে নিয়েছে পুলিশ। হুমকির ঘটনায় আর কারও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)