Fake Mustard Oil: ভেজাল সর্ষের তেল বিক্রির অভিযোগে গ্রেফতার মিলের মালিক
আক্ষরিক অর্থেই সর্ষের মধ্যেই ভূত...
ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভেজাল সর্ষের তেল বিক্রির অভিযোগে গ্রেফতার মিলের মালিক। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, মাসখানেক আগে উল্টোডাঙার ওই মিল থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষার জন্য তা পাঠানো হয় ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে। সেই রিপোর্ট গতকাল পাওয়ার পরই গ্রেফতার করা হয় মিল মালিককে। আক্ষরিক অর্থেই সর্ষের মধ্যেই ভূত। খাস শহরের বুকে ভেজাল সর্ষের তেলের ফলাও কারবার। গ্রেফতার মিলের মালিক।
গোপন সূত্রে খবর পেয়ে মাসখানেক আগে উল্টোডাঙার ক্যানাল সার্কুলার রোডের এই তেলের মিলে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
ইবি সূত্রে খবর, মিলের সর্ষের তেল ও অন্যান্য তেলের নমুনা সংগ্রহ করা হয়। তারপর তা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে।
সেই রিপোর্টে এসেছে সোমবারই। ইবি সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে তেলের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে, তা নিম্নমানের উপাদানে তৈরি। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এই রিপোর্ট পাওয়ার পরই সোমবার রাতে মিলের মালিক গিরিধারীলাল আগরওয়ালকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
ইবি সূত্রে খবর, কোথায় তেলে ভেজাল মেশানো হতো? আর কেউ কি জড়িত এই ভেজাল চক্রের সঙ্গে? ভেজাল মেশানোর উপাদান কোথা থেকে আনা হত? ধৃতকে জেরা করে এ সবই জানার চেষ্টা হচ্ছে।
এদিকে, কলকাতায় এদিনই ধরা পড়েছে ভুয়ো পুলিশকর্মীও। কলকাতা পুলিশের কর্মী পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেহালার পর্ণশ্রী থানা এলাকা থেকে আটক করা হয় পার্থ দত্ত নামে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সম্প্রতি পাঠক পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছিলেন। অভিযোগ, নিজেকে লালবাজারের গুন্ডাদমন শাখার কর্মী পরিচয় দিয়ে কলকাতা পুলিশে চাকরি করে দেওয়ার নামে কয়েকজনের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি।
টাকা দিয়েও চাকরি না মেলায় গতকাল রাতে অভিযুক্তর পাঠকপাড়ার বাড়িতে যান অভিযোগকারীরা। ওই ব্যক্তিকে আটকে রেখে তাঁরা খবর দেন পর্ণশ্রী থানায়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।