(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Metro: যাত্রীদের জন্য আরও কিছুটা স্বস্তির খবর, চাপ সামাল দিতে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের
সকাল সাড়ে ৭টায় ছাড়বে প্রথম মেট্রো। আর শেষ মেট্রো দু’টি প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত ৮টায়।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যাত্রীর চাপ সামাল দিতে মেট্রোর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার অর্থাৎ ২৬ জুলাই থেকে ২২০টি মেট্রো চালানো হবে। সকাল সাড়ে ৭টায় ছাড়বে প্রথম মেট্রো। আর শেষ মেট্রো দু’টি প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত ৮টায়।
সাধারণ যাত্রীদের জন্য আরও কিছুটা স্বস্তির খবর। ফের কলকাতা মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। সেই সঙ্গে পরিষেবায় আনা হচ্ছে কিছু বদল। সোমবার থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত। মেট্রো রেল সূত্রে খবর, ২০৮ থেকে বেড়ে ২২০ হচ্ছে মেট্রোর সংখ্যা। অফিস টাইমে দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান কমে হচ্ছে ৬ মিনিট। ১৫০টি মেট্রো যাতায়াত করবে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে। প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭টায়। দুটি প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
রাজ্যে কার্যত লকডাউন যবে থেকে শুরু হয়েছিল, তবে থেকে বন্ধ ছিল স্বাভাবিক মেট্রো পরিষেবা। প্রথমে শুরু হয় স্টাফ স্পেশাল ট্রেন। প্রথমে ৪০, পরে তা বেড়ে হয় ৬২। ধীরে ধীরে সেই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। ধাপে ধাপে তা ৯০ এবং শেষে ১০৪ করা হয়। কিন্তু, সাধারণ যাত্রীদের জন্য বন্ধ ছিল পরিষেবা। জরুরি ভিত্তিতে যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের জন্য চালু ছিল মেট্রো। রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। তবে এখনই পুরোপুরি আনলকের পথে হাঁটছে না রাজ্য। করোনা সামলাতে কিছু কিছু বিধিনিষেধ থাকছেই।
গত ১৬ জুলাই থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো চালানো হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনিবার চলছে মেট্রোর স্টাফ স্পেশাল। রবিবার মেট্রো পুরোপুরি বন্ধ। তবে, এখনও বন্ধ টোকেন পরিষেবা। কেবলমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাত্রা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হলেও এখনও লোকাল ট্রেন চালু হয়নি।