Containment Point : কলকাতায় ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল পুরসভা
Containment Points : কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন। কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল কলকাতা পুরসভা...
কলকাতা : নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন। কনটেনমেন্ট পয়েন্ট (Containment Point) চিহ্নিত করল কলকাতা পুরসভা। দ্রুত সিল করা হবে সেগুলি। ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট সিল করা হচ্ছে বলে খবর।
কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন? ৫-এর বেশি করোনা আক্রান্ত এমন ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল কলকাতা পুরসভা। কনটেনমেন্ট পয়েন্টগুলি দ্রুত সিল করে পরবর্তী পদক্ষেপ করবে পুরসভা।
এদিকে জানা গেছে, এখনও পর্যন্ত কলকাতায় করোনা টিকার প্রথম ডোজ প্রাপক ৯০ শতাংশ। ৮০ শতাংশ কলকাতাবাসী পেয়েছেন করোনার দ্বিতীয় ডোজ। দ্রুত ১০০ শতাংশ টিকাকরণে পদক্ষেপ করবে পুরসভা, এমনই খবর সূত্রের।
উল্লেখ্য, আর আহমেদ ডেন্টাল কলেজে (R Ahmed Dental College) করোনার (Corona) ছবি ভয়াবহ। অধ্যক্ষ সহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২২। করোনা আক্রান্ত হস্টেল সুপার ও তাঁর মেয়ে। ডেন্টাল কলেজের লেডিস হস্টেলেও করোনার থাবা। ১৮ চিকিৎসক ও ১ নার্স করোনা আক্রান্ত। স্বাস্থ্য ভবনকে চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। রোগী পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা। দিন কয়েক আগে আর আহমেদের জন্মদিন পালিত হয় কলেজে। তারপরই একের পর এক চিকিৎসক, নার্স করোনা আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুন ; ওমিক্রন আতঙ্কের মাঝে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ২২০ জনের
এদিকে রাজ্যের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের উচ্চ পর্যায়ের বৈঠক। বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) ১ সপ্তাহের মধ্যে কোভিড বেড (COVID Bed) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মোট বেডের ৩০ শতাংশ কোভিডের জন্য বরাদ্দ করতে বলা হয়েছে। প্রয়োজনে ৬০ শতাংশ বেড প্রস্তুত রাখার নির্দেশ। করোনা রোগীর পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের (Health Workers) পুনরায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ। সঠিকভাবে অক্সিজেন (Oxygen) দিতে প্রশিক্ষণের নির্দেশ। করোনা চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এক সপ্তাহের মধ্যে মজুত করতে নির্দেশ। প্রতিদিনের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে (Health Department)।