Kolkata: একাধিক দাবিতে ১১ দিন ধরে চলছে এসএসকেএমের প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের অবস্থান বিক্ষোভ
বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আন্দোলন।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : প্যারামেডিক্যাল পড়ুয়াদের জন্য তৈরি করতে হবে পৃথক কলেজ-হোস্টেল। বেতন কাঠামো সংশোধন করতে হবে মেডিক্যাল টেকনোলজিস্টদের। এরকমই ৯ দফা দাবিতে এসএসকেএম হাসপাতাল চত্বরে ১১ দিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। একই ইস্যুতে মঙ্গলবার মিছিল করলেন প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের দাবিপূরণে উদাসীন প্রশাসন। দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানানো হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের দাবি, আমরা স্বাস্থ্য ভবনে বহুবার জানিয়েছি, যাবতীয় সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষের ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আন্দোলন। আন্দোলনকারীদের দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানানো হবে বলে আশ্বাস দেয় পুলিশ। তবে পুলিশের এই আশ্বাস পেয়েও নিজেদের অবস্থানে অনড় প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা। মিছিল শেষের পর ফের অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি লিখিত আশ্বাস না পাওয়া, পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা এই বিক্ষোভে সামিল বলেই দাবি বিক্ষোভকারীদের। গত কয়েকবছর ধরে তারা তাদের একাধিক দাবি পেশ করলেও কোনও সুরাহা মেলেনি বলেই অভিযোগ তাদের। এর আগে দেখা গিয়েছে প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ-অবস্থান ঘিরে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল। মিছিলে অংশ নেওয়া এক আন্দোলনকারী বলেছেন, 'কোভিডের সময় স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে সমস্ত কাজে আগ্রণী ভূমিকা নিয়েছিল প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা।' কোভিডের সময় স্যাম্পেল কালেকশন হোক বা এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি বা রক্তের স্যাম্পেল কালেকশন সবটাই করে থাকেন প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা।
আরও পড়ুন-
রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এখনও অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা
ফি মকুবের দাবিতে বিক্ষোভ, রাসবিহারী মোড়ে অবরোধ দেশবন্ধু কলেজের ছাত্রীদের
অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )