Petrol and Diesel Prices Today কলকাতায় ১১০ টাকা পার পেট্রোল, ফের বাড়ল ডিজেলের দামও
Petrol and Diesel Prices: আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে আজ ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ৫৬ পয়সা।
কলকাতা: আরও দামি জ্বালানি ([Petrol and Diesel Price)। এবার কলকাতায় (Kolkata) ১১০ টাকা পার পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে আজ ডিজেলের দাম হয়েছে ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। দেশের মধ্যে জ্বালানির দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২২ টাকা ৩২ পয়সা ও ডিজেল ১১৩ টাকা ২১ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে।
এই নিয়ে টানা ছয় দিন দাম বাড়ল ডিজেল ও পেট্রোলের। জাতীয় রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০৯.৬৯ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৪২ টাকা।
পেট্রোলের দাম এখন অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ বা বিমানের জ্বালানি)-র থেকে ৩২.৭৯ শতাংশ বেশি। দিল্লিতে এটিএফের দাম প্রতি কিলো লিটারে ৮২,৬৩৮.৭৯ টাকা। মোটামুটি হিসেবে প্রতি লিটারে দাম ৮২.৬ টাকা।
মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১১৫.৫০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ১০৬.৬২ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে ১০৬ টাকা পার করেছে। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০৬.৬২ টাকা। চেন্নাইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০২.৫৯ টাকা।
চার মেট্রো শহরের মধ্যে মুম্বইতেই পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট-এর কারণে জ্বালানির দাম বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি প্রতি দিন পেট্রোল ও ডিজেলের মূল্য সংশোধন করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা ও ডলারের বিনিময় মূল্যের ভিত্তিতে এই মূল্য সংশোধন করা হয়।