পুজোর পরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভ্যাকসিনেশন পর্ব শুরু
নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
কলকাতা: পুজোর পরেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তার আগে আজ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভ্যাকসিনেশন পর্ব শুরু হয়ে গেল। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর সমস্ত জেলাশাসককে এ বিষয়ে উদোগ নিতে নির্দেশ দিয়েছিল। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই দেওয়া হয় ভ্যাকসিন। নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
উল্লেখ্য সামনেই পুজোয়। আর পুজোর পরই স্কুল-কলেজ খোলার ভাবনাচিন্তা রয়েছে রাজ্য সরকারের। সরাসরি ঘোষণা না হলেও তেমনটাই ইঙ্গিত মিলেছে। এদিকে রাজ্যে করোনায় বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তাই আগে ভাগেই পড়ুয়াদের নিয়ে সতর্কতা অবলম্বন করতে চায় রাজ্য। সেই মতোই শুরু হল টিকাকরণ।
উল্লেখ্য, গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৮ জন, আজ সেই সংখ্যাটিই খানিকটা বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৯,০৭০ জন। সরকারি হিসেব অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৭০ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন। এদিনের সরকারি বুলেটিন অনুযায়ী আজও দৈনিক সংক্রমণে শীর্ষেই রয়েছে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত একদিনে ১৪৯ জন করোনায় আক্রান্ত,হয়েছেন। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৯, ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। বাঁকুড়ায় একদিনে আক্রান্ত ২৪ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Siliguri: পুরভোটের দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা
আরও পড়ুন: North 24 Parganas: মধ্যমগ্রামে বেআইনি জলের কারখানার হদিশ, মালিক পলাতক, আটক ১ কর্মী