Kolkata Unnatural death: ভোররাত পর্যন্ত পার্টি, দুপুরে ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ! কোরিওগ্রাফারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
পার্টির পর কীভাবে মৃত্যু? আত্মহত্যা না কি খুন? উত্তর পেতে পার্টিতে হাজির থাকা বাকি সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
হিন্দোল দে, কলকাতা : ভোররাত পর্যন্ত সঙ্গীদের সঙ্গে জমিয়ে পার্টি করলেন যিনি, দুপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল তাঁরই ঝুলন্ত দেহ! এক কোরিওগ্রাফারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য যাদবপুরের রিজেন্ট এস্টেট এলাকায়। আর যে ঘটনার সূর্যকিরণ ফ্ল্যাটের প্রতিবেশীদের ঘোর কাটছে না! পুলিশ সূত্রে খবর, গতকাল ভোররাত পর্যন্ত পার্টি করেছিলেন তিনি। দুপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছেন বাইশ বছরের যুবক। তবে ফ্ল্যাটের পরিবেশ নিয়েও অভিযোগ করেছেন প্রতিবেশীদের একাংশ। পার্টির পর কীভাবে মৃত্যু? আত্মহত্যা না কি খুন? উত্তর পেতে পার্টিতে হাজির থাকা বাকি সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ যাদবপুরের রিজেন্ট এস্টেট এলাকার আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটের বেডরুম থেকে অঙ্কিত গুপ্ত নামে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, আদতে দিল্লির বাসিন্দা অঙ্কিত পেশায় কোরিওগ্রাফার ছিলেন। যে ফ্ল্যাট থেকে অঙ্কিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তার মালিক ইপ্সিতা ভট্টাচার্য। পুলিশ সূত্রে খবর, ইপ্সিতা ও অঙ্কিত ফ্ল্যাটে একসঙ্গেই থাকছিলেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত পর্যন্ত পার্টি হয় ফ্ল্যাটে। ইপ্সিতা ও অঙ্কিত ছাড়াও তাতে যোগ দিয়েছিলেন আরও দুজন। দুপুরে ইপ্সিতা ও তাঁর দুই সঙ্গীর ঘর বন্ধ দেখে সন্দেহ হয়। দরজা ভেঙে তাঁরাই প্রথম অঙ্কিতকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তাঁরাই পুলিশকে খবর দেন।
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়ে থাকতে পারেন অঙ্কিত। মৃতের বাবা দীনেশ গুপ্ত বলেছেন, 'ও মুম্বই থেকে এখানে এসেছিল। স্বপ্ন ছিল বড় অ্যাক্টর হবে।' তবে ছেলে ডিপ্রেশনে ভুগছিলেন বলেও জানিয়েছেন তাঁর বাবা। তবে পুলিশ সূত্রে খবর, অঙ্কিতের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ভাল ছিল না। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল কম।
আরও পড়ুন- পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ প্রেমিকের
আরও পড়ুন- পঞ্চমীতে নরেন্দ্রপুরে নৃশংস 'হামলা', নবমীতে হাসপাতালে মৃত্যু যুবকের