South 24 Parganas: পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ প্রেমিকের
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আরেক অভিযুক্ত ছোট্টু। গতকাল রাতে তিনি থানায় আত্মসমর্পণ করলেন।
রঞ্জিত হালদার, ভাঙড়: ভাঙড়ের কোঁচপুকুরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় পলাতক অভিযুক্ত অবশেষে থানায় আত্মসমর্পণ করেছেন। ভাঙড়ের কোঁচপুকুরে বুধবার রাতে নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয় আনসুর আলি গাজির। মৃতের পরিবারের অভিযোগ, আনসুরকে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিক মিলে খুন করেছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আগেই গ্রেফতার করেছে মৃতের স্ত্রীকে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আরেক অভিযুক্ত ছোট্টু। গতকাল রাতে তিনি থানায় আত্মসমর্পণ করলেন।
উল্লেখ্য, এই মৃত্যুর ঘটনা নয়া মোড় নেয়। স্থানীয় সুত্রের খবর, বিবাহ বহিভূর্ত সম্পর্ক ছিল মুসলিমা বিবি (৪৫) ও সাইদুল শেখের। স্ত্রীর ওই সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করতেন স্বামী আনসুর আলি গাজি। এ নিয়ে দম্পতির মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। পথের কাঁটা সরাতে স্ত্রী নিজের স্বামীকে খুনের পরিকল্পনা করেন।
আরও পড়ুন: Belur Math : আট দিন বন্ধ থাকার পর আজ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠ
আরও পড়ুন: South Dinajpur : মেলায় ফুচকা খেয়ে অসুস্থ ২২ জন, ১৭ জন এখনও হাসপাতালে ভর্তি
তদন্তকারীদের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, পথের কাঁটা সরাতে স্বামী আনসুর আলি গাজিকে সরিয়ে দেওয়ার ছক কষে দু’জনে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা টিপে, বালিশ চাপা দিয়ে খুন করে স্ত্রী মুসলিমা বিবি। খুনে সহায়তা করে প্রেমিক সইদুল শেখ ওরফে ছোট্টু। সে নিজে ঘরে ঢুকে গলায় বালিশ চাপা দিয়ে খুন করে। ঘটনায় ধৃত স্ত্রী মুসলিমা বিবি। শনিবার মুসলিমা বিবিকে বারুইপুর আদালতে পেশ করলে আদালত চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ফেরার ছিলেন সাইদুল শেখ ওরফে ছট্টু। পুলিশ তাকে বিভিন্ন জায়গায় খুঁজছিলেন। থানায় আত্মসমর্পণ করে ছোট্টু। ঘটনায় তাঁকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: West Burdwan: মদ্যপ দুই শ্যালককে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে, চাঞ্চল্য আসানসোলে