LPG Price Hike: ২ সপ্তাহে ফের ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯১১ টাকা
পেট্রোল ১০২ নটআউট, নার্ভাস নাইন্টিতে ডিজেল, এবার ৯০০ পার করল রান্নার গ্যাস...
কলকাতা: ২ সপ্তাহের মাথায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্য়াস সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। রান্নার গ্যাসের দাম একলাফে ২৫ টাকা বেড়ে যাওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের।
পেট্রোল ১০২ নটআউট। নার্ভাস নাইন্টিতে ডিজেল। এবার ৯০০ পার করল রান্নার গ্যাস। গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত, রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। ফলে রাস্তা থেকে হেঁশেল, মূল্যবৃদ্ধির জ্বালায় নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের।
অগাস্টের পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে ২ সপ্তাহের মধ্যে এলপিজি-র সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা।
আজ বুধবার, ২৫ টাকা বেড়েছে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। শুধু, চলতি বছরই এলপিজি’র দাম বাড়ল ২৪১ টাকা। এই নিয়ে পরপর তিনমাস ২৫ টাকা করে বাড়ল রান্নার গ্যাসের দাম।
এর ফলে, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি ৯১১ টাকা দাম হয়েছে রান্নার গ্যাসের। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।
তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্য়বিত্তের মাথায় হাত।
করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।
পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন রান্নার গ্যাসের দাম ৯০০ পার করায় হেঁসেলেও আগুন ধরবে বলেই আশঙ্কা সকলের।
অর্থনীতিবিদদের মতে, দাম বেড়েছে বলে ব্যবহার করব না, এমনটা কেউ ভাবতে পারবেন না। কেরোসিন বা কয়লায় কেউই ফিরে যেতে পারবেন না। এটা মানুষকে নিতেই হবে। মানুষকে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম খুব বেশি এমনটা নয়।
অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, জ্বালানি ও রান্নার গ্য়াস জরুরি পণ্য। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রমের করা উচিত।