Cash Recovery: থরে থরে সাজানো নগদ, এবার টাকা উদ্ধার ট্যাংরায়
Money Recovered:নগদ উদ্ধারকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
কলকাতা: ফের কলকাতা শহরে লক্ষ লক্ষ নগদ টাকার হদিশ। শান্তিপ্রসাদ সিনহার বাড়ির পর এবার ট্যাংরা। সেখান থেকে উদ্ধার হল ৬৫ লক্ষ টাকারও বেশি নগদ। নগদ উদ্ধারকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ১ জনকে। গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ট্যাংরার ক্রিস্টোফার রোডের বাড়ি থেকে উদ্ধার টাকা।
কীভাবে এত টাকা এল? কার টাকা এগুলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনলাইন প্রতারণা চক্রের তদন্তে আগেই বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের সূত্রে তল্লাশি হয়েছে, আর তাতেই নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
বুধবারও টাকা উদ্ধার:
নিয়োগ দুর্নীতি মামলায় । স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিন্হার (Shanti Prasad Sinha) ফ্ল্যাটে দেড় কেজি সোনা এবং ৫০ লক্ষ টাকার হদিশ মিলল। অন্যের নামে সন্তোষপুরের ওই ফ্ল্যাটও কেনা হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন শান্তিপ্রসাদ।
সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকে সার্ভে পার্কের ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে, অন্য় একজনের নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল। শুধু তাই নয়, শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে ১ হাজার ৫০০ চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে জানা গেল।
সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর একটি বেনামি সম্পত্তি রয়েছে বলে তদন্তে নেমে জানতে পারেন গোয়েন্দারা। তার পরই মঙ্গলবার গভীর রাতে ওই ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ওই ফ্ল্যাটে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছিল। লুকিয়ে রাখা হয়েছিল দেড় কেজি সোনাও। দেড় হাজার চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে।
আরও টাকা উদ্ধার:
সম্প্রতি বালিগঞ্জে এখটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার মামলায় ওই তল্লাশি চলেছিল। সেখান থেকে ১ কোটি টাকা নগদ উদ্ধার হয়।
তারও কয়েকদিন আগে মালদায় একটি শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩৭ লক্ষ টাকা ৯৯ হাজার টাকা! কালিয়াচকের গঙ্গানারায়ণপুরে এসটিএফের অভিযানে উদ্ধার হয়েছিল টাকা। টাকার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারিদের (Drug peddlers), এমনটাই দাবি ছিল এসটিএফের (STF)। তারই কাছাকাছি সময়ে মালদায় আরও একটি এলাকা থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা।
আরও পড়ুন: নবম দশমের নিয়োগ সুপারিশপত্র বাতিলে এখনই স্থগিতাদেশ নয়, জানালেন বিচারপতি বসু