Subrata Mukherjee Death: 'প্রিয় বন্ধু চলে গেল', আর হাসিটা দেখতে পেলাম না'
দুঁদে রাজনীতিকের পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেতাও ছিলেন। গোড়ার দিকে ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়। মুনমুন সেনের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। সেই সময়ে থেকেই গভীর বন্ধুত্ব।
কলকাতা: 'আমার প্রিয় বন্ধু চলে গেল'। ভাঙা ভাঙা কণ্ঠেই বন্ধুর কথা বললেন অভিনেত্রী মুনমুন সেন (Actress Moon Moon Sen)। প্রিয় বন্ধু সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) আর নেই। শুক্রবার মাথায় হাত বুলিয়ে বন্ধু সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায় জানালেন মুনমুন সেন (Moon Moon Sen)। ছোটপর্দা থেকে রাজনীতির ময়দান তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। সেই বন্ধুই আজ ছেড়ে গেল চিরতরে। মন খারাপ। এ দিন সুব্রত প্রসঙ্গে মুনমুন সেন বলেন, 'আমার প্রিয় বন্ধু চলে গেল। অনেক কালের বন্ধু। সবসময়ে হাসিমুখে থাকত। আজ আর হাসিটা দেখতে পেলাম না।'
রাজনীতি জীবন তো বটেই, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের সেলুলয়েড (Subrata Mukherjee Acting) জীবনও ছিল একইরকম বর্ণময়। দুঁদে রাজনীতিকের পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেতাও ছিলেন তিনি। গোড়ার দিকে ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়। মুনমুন সেনের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। সেই সময়ে থেকেই গভীর বন্ধুত্ব। আজ বুন্ধুকে হারিয়ে একই ভাবে মর্মাহত প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী মুনমুন সেনও। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুনমুন সেন।
সুব্রত মুখোপাধ্যায় ছিলেন আপাদমস্তক রাজনীতিক (Politcian Subrata Mukherkerjee)। কখনও ছাত্রনেতা, কখনও দক্ষ প্রশাসক, কখনও আবার মন্ত্রী। সফল থেকে সফলতর রাজনৈতিক জীবন। তবে অনেকেই হয়ত জানেন না, রাজনীতির পাশাপাশি, তাঁর একটা অভিনয় সত্তা ছিল।
আটের দশকের শেষে ধারাবাহিক ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’ ধারাবাহিকে (chowdhury pharmaceuticals serial) মূল চরিত্রে অভিনয় করেন সুব্রত মুখোপাধ্যায়। বিপরীতে নায়িকা মুনমুন সেন। চৌধুরী ফার্মাসিউটিক্যালস (chowdhury pharmaceuticals) ধারাবাহিকের ১৪ টা পর্ব দেখানোর পরেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে, সুইমিং পুলে মুনমুন-সুব্রতর বহু চর্চিত সেই দৃশ্যের ছবি ঝড় তুলেছিল জনসাধারণের মধ্যে। কিন্তু, চর্চা, কু-কথা সব কিছুর উপরে ছিল বন্ধুত্ব। যা একইরকম মজবুত রইল শেষদিনেও।
শুক্রবার সকাল থেকেই রবীন্দ্রসদনে (Rabibdra Sadan) শায়িত ছিল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। তখন একে একে এসে শেষশ্রদ্ধা জানাচ্ছিলেন সুব্রতকে। পরনে সাদা শাড়ি। দুপুরের দিকে সেখানে আসেন মুনমুন সেন। প্রথমে সুব্রত মুখোপাধ্যায়ের পায়ের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ান। এরপর এগিয়ে যান মাথার কাছে। কিছুটা ঝুঁকে, হাত রাখেন সুব্রতর কপালে। প্রিয় বন্ধুকে শেষবারের মতো ছুঁয়ে দেখা, এরপর হাত জোড় করে নমস্কার করে তাঁকে চিরকালের বিদায় জানান অভিনেত্রী।