Firhad Hakim Health: প্রেসিডেন্সি জেলে অসুস্থ ফিরহাদ হাকিম,গতকাল থেকেই জ্বর, দেওয়া হয়েছে প্যারাসিটামল
জেল হাসপাতালেই চিকিৎসা হোক, এমনই দাবি ফিরহাদের
কলকাতা: প্রেসিডেন্সি জেলে অসুস্থ ফিরহাদ হাকিম। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, গতকাল দুপুর থেকে তাঁর জ্বর আসে। দেওয়া হয় প্যারাসিটামল।
তবে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে নারাজ তিনি। জেল হাসপাতালেই চিকিৎসা হোক, এমনই দাবি ফিরহাদের।
চার হেভিওয়েটদের মধ্যে তিনজনই এসএসকেএমে ভর্তি। শুধুমাত্র ফিরহাদ হাকিমই রয়েছেন প্রেসিডেন্সিতে। হাসপাতালে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র।
সোমবার রাতে, জামিনের নির্দেশে হাইকোর্টের স্থগিতাদেশের পর, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।
সেখানে অসুস্থ বোধ করায় ভোর পৌনে চারটের সময় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।
সুব্রত মুখোপাধ্যায় হাসপাতালে এলেও, কোনও পরীক্ষা না করিয়ে ফের জেলেই ফিরে যান। সকালে ফের হাসপাতালে আনা হয় তাঁকে। তারপরই ভর্তি করা হয় পঞ্চায়েতন্ত্রীকে। চিকিত্সকরা জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তাঁর চেস্ট এক্স রে করা হয়েছে। নেবুলাইজ করা হচ্ছে।
এদিন চিকিৎসাধীন নেতা-মন্ত্রীদের দেখতে এসএসকেএমে যান তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে।
অন্যদিকে, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের হাই সুগার। তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইনসুলিন নিতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। উডবার্ন ব্লকের ১০৬ নম্বর কেবিনে রয়েছেন শোভন। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হেভিওয়েট নেতার করোনা টেস্ট করা হয়েছে। তিনজনের শারীরিক অবস্থা, চিকিত্সা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি জেল কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
সুব্রত মুখোপাধ্যায় রয়েছেন এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০২ নম্বর কেবিনে। মদন মিত্র রয়েছেন ১০৩ নম্বর কেবিনে। শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন।
আজ হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি। একদিকে নারদ-মামলা ভিন্ রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি হবে। অন্যদিকে, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার আর্জি জানান চার নেতা-মন্ত্রী।
ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আইনজীবীরা।