Alzheimers : ডিমেনসিয়া,অ্যালজাইমার রোগীদের স্মৃতি ফেরানোয় সাহায্য করতে কলকাতায় মেমরি ক্লিনিক
চশমা থেকে রোজকার ওষুধ, এমনকী খেয়েছেন কিনা, তাও ভুলে যায় এঁরা। অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কোথায় রেখেছেন খুঁজতে অন্যের সাহায্য লাগে যাঁদের, তাঁদের স্মৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ
সন্দীপ সরকার, কলকাতা : ডিমেনসিয়া ও অ্যালজাইমারের ( Alzheimer ) রোগীদের ভোগেন, স্মৃতির সঙ্গে তাঁদের লড়াই প্রতিনিয়ত। সম্পূর্ণ নিরাময় না হলেও, এঁদের প্রতিদিনের বেঁচে থাকাকে সহজ করতে এবার মেমোরি ক্লিনিক চালু করল মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস! চশমা থেকে রোজকার ওষুধ, এমনকী খেয়েছেন কিনা, তাও ভুলে যায় এঁরা। অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কোথায় রেখেছেন খুঁজতে অন্যের সাহায্য লাগে যাঁদের, তাঁদের স্মৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে INK কর্তৃপক্ষ।
শুধু রোগীকেই নয় তাঁর কেয়ার গিভার ও পরিবারের সদস্যদেরও এই রোগের সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। মস্তিষ্কের এই জটিল রোগ প্রভাব ফেলে কথাবার্তা, ঘুম, চলাফেরা, খাওয়া দাওয়া এমনকি আচরণ ও আবেগেও। দীর্ঘদিন যাঁরা এই হাসপাতালে চিকিৎসাধীন, তাঁরা মনে করছেন মেমোরি ক্লিনিক এই অসুখ ঠেকাতে অনেকটাই সাহায্য করবে। এরকম ক্ষেত্রে বাড়ির লোকজন কীভাবে রোগীকে সাহায্য করবেন, সেবিষয়ে শুক্রবার একটি বুকলেটও প্রকাশ করা হয়। অ্যালজাইমারে আক্রান্ত বা তাঁর পরিবার ধীরে ধীরে বুঝতে পারেন যে, কিছু একটা অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে।
এর লক্ষণগুলি হল-
- স্মৃতিশক্তি হ্রাস - অ্যালজাইমারের অন্যতম লক্ষণ। বিশেষ করে এই রোগের প্রাথমিক অবস্থায়। কিছু আগে হওয়া কোনও জিনিস ভুলে যেতে পারেন। কারও নাম ভুলে যাওয়া, গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়া বা তারিখ, একই প্রশ্ন বারবার করার মতো সমস্যা দেখা দেয়। যার ফলে পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীলতা বাড়ে।
- স্থান-কাল নিয়ে বিভ্রান্তি - এই রোগে আক্রান্তের সময়, তারিখ, মরশুম-প্রভৃতি ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। এমনকী কোথায় আছেন বা কীভাবে সেখানে গেলেন-তা নিয়েও বিভ্রান্ত হয়ে পড়েন।
- কথা বলা বা লেখায় সমস্যা - কোনও বিষয় বুঝতে বা আলোচনায় যোগ দিতে সমস্যা দেখা দিতে পারে। কোনও আলোচনার মাঝেই থেমে যাওয়া বা একই কথা বারবার আওড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
- মেজাজের পরিবর্তন - অ্য়ালজাইমারে আক্রান্ত বিভ্রান্ত, সন্দেহ করা, হতাশ, ভীত বা চিন্তিত হয়ে পড়েন।
- রোজের কাজ শেষ করার সমস্যা - রোজের কাজ শেষ করতে সমস্যা হয়। এমনকী পরিচিত জায়গায় যাওয়া, মুদির জিনিস গুছিয়ে আনা বা টিভি চালানোর মতো সাধারণ কাজ করতেও বেগ পেতে হয়।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )