বৃষ্টির জেরে রবীন্দ্র সরণীতে ফের ভাঙল চারতলা বাড়ি, মৃত ১
দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
![বৃষ্টির জেরে রবীন্দ্র সরণীতে ফের ভাঙল চারতলা বাড়ি, মৃত ১ North Kolkata rabindra sarani building collapse বৃষ্টির জেরে রবীন্দ্র সরণীতে ফের ভাঙল চারতলা বাড়ি, মৃত ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/09/dc7f387181797290e1728163d2d31d52_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বৃষ্টির জেরে বিপর্যয়, কলকাতায় ফের ভাঙল পুরনো বাড়ির একাংশ। রবীন্দ্র সরণিতে একটি বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২ জনকে। জানা গিয়েছে, মৃত ২ জনই পথচারী। বাইকে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় চাঙড় ভেঙে পড়ে। একটি ৪ তলা বাড়ির ৩ তলার সামনের দিকের অংশ ভেঙে পড়ে এদিন। ধ্বংসস্তূপের নীচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
গত ২৯ সেপ্টেম্বর আহিরীটোলায় বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় এক শিশুসহ ২ জনের। এরপর ৩০ সেপ্টেম্বর উত্তর কলকাতায় ভেঙে পড়ে দুটি বাড়ি। একই দিনে পরপর বাড়ি দুটি ভেঙে পড়ে। পোস্তা থানা এলাকায় ১০৫ নম্বর কটন স্ট্রিটে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । অন্যদিকে এই একই দিনে ২৬ নম্বর জোড়াবাগান স্ট্রিটে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটে। সেই বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি ।
এই একই দিনে হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ । দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে কোনও পথচারী না যাওয়ায় বরাত জোরে রক্ষা মিলেছে । কাজেই সেখানে হতাহতের কোনও খবর নেই । জরাজীর্ণ বাড়িটি আগেই ভেঙে ফেলতে বলা হয়েছিল , কিন্তু শরিকি ঝামেলা থাকায় ভাঙা যায়নি বাড়ি । বিপজ্জনক বাড়ি বলে পুরসভার তরফে টাঙিয়ে দেওয়া হয়েছিল বোর্ডও। এমনটাই দাবি করেন কাউন্সিলর ।
আরও পড়ুন: Malda: সম্পত্তি বিবাদে বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)