Naihati Incident : নৈহাটিতে তৃণমূলকর্মীর উপর হামলা। গ্রেফতার ১। অধরা মূল অভিযুক্ত
ABP Ananda LIVE : নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা। খুনের ঘটনার ৪ দিনের মাথায় এখনও কোনও খোঁজ নেই রাজেশ সাউ-এর। ইতিমধ্যে রাজেশ সাউ বাইকের মাঝে বসে পালিয়ে যাচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, তবু এখনও রাজেশ সাউ অধরা।
Haringhata Saraswati Puja : গেট বন্ধ করে স্কুলে সরস্বতী পুজো, পাহারায় পুলিশ, নামল RAF ! হরিণঘাটায় নজিরবিহীন ছবি
নজিরবিহীন দৃশ্য। এবার কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশ প্রহরায় হল সরস্বতী পুজো, তাও হাইকোর্টের নির্দেশে। আর সোমবার , হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে বাণীবন্দনাতেও হাজির রইল পুলিশ। নামানো হল র্যাফও। নিরাপত্তার ঘেরাটোপে কচিকাঁচাদের বাগদেবীর আরাধনায় স্কুলে যেতে হল । কিন্তু কেন এমন পরিস্থিতি ? স্কুলে সরস্বতীপুজোয় কেন বসাতে হল পুলিশ, RAF ?
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। এই স্কুলে আগে কখনও সরস্বতী পুজো হয়নি। এ বছরই প্রথম বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযোগ, হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে এই খবর পেয়েই নাকি স্কুলে প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা। হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন, তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। যদিও এর আগে অভিযুক্তর দলীয়-যোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্ব। এরপরই সতর্ক হয় জেলা প্রশাসন।


















