শহরে একের পর এক অগ্নিকাণ্ড, ফায়ার অডিটের সিদ্ধান্ত দমকল দফতরের
বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নিল তারা।
অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শহরে একের পর এক অগ্নিকাণ্ডের জেরে নড়েচড়ে বসল দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নিল তারা। গার্ডেনরিচের গোডাউনের আগুন এখনও পুরোপুরি নেভেনি। দমকলের ৫টি ইঞ্জিন এখনও আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালাচ্ছে।
শহরে পরপর দু’দিন, ১০ ও ১১ সেপ্টেম্বর নিমতলা ঘাট স্ট্রিট ও গার্ডেনরিচে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসল দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নিল তারা। দমকল সূত্রে দবি, দুটি জায়গাতেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। ফায়ার লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র কোথাও মেলেনি।
এই প্রেক্ষিতে সোমবারই দমকল দফতরে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, গোটা রাজ্যে ফায়ার অডিট করাতে সাহায্য নেওয়া হবে বেসরকারি সংস্থার। কেন এই সিদ্ধান্ত? দমকল সূত্রে খবর, গোটা রাজ্যে দোকান, বাজার, শপিং মল, আবাসন, সহ বিভিন্ন জায়গায় ফায়ার অডিট করানোর ক্ষেত্রে কর্মীসংখ্যা সীমিত। তাই এজন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে।
আগামী সোমবার ফের বৈঠকে বসবেন মন্ত্রী সহ দমকলের আধিকারিকরা। সেই বৈঠকে বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর শর্ত বা খুঁটিনাটি নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। পুজোর প্রস্তুতি নিয়ে দমকলের বৈঠকও হবে ওই দিনই।
এদিকে, গার্ডেনরিচের তারাতলা রোডে পোর্ট ট্রাস্টের জমিতে থাকা গোডাউনের আগুন এখনও পুরোপুরি নেভেনি। ২ দিন পরেও কিছু জায়গায় ধিকিধিকি আগুন জ্বলছে। দমকলের ৫টি ইঞ্জিন এদিনও আগুন নেভানোর লড়াই চালায়। দমকলের কর্মীরা টিনের শেড, লোহার স্ট্রাকচার গ্যাস কাটার দিয়ে কেটে গোডাউনের ভিতরে যান। দমকল সূত্রে খবর, ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
আরও পড়ুন: গার্ডেনরিচে এখনও জ্বলছে আগুন, ধ্বংসস্তুপে পরিণত ১০টি গুদাম
আরও পড়ুন: উপনির্বাচনে মমতার হয়ে প্রচার শুরু ফিরহাদের, বাড়ি বাড়ি ঘুরে কথোপকথন পরিবহণমন্ত্রীর