Petrol and Diesel Prices Today : আবারও ধাক্কা? কী বলছে পেট্রোল-ডিজেলের দাম?
Fuel Price In Kolkata : এখনও পর্যন্ত ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোপণ্যের দামে ভ্যাট কমিয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য এখনও ভ্যাট কমায়নি। যা নিয়ে দিনে দিনে চড়ছে রাজনৈতিক তরজা।
কলকাতা : পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের আবেদন সত্বেও, রাজ্যের তৃণমূল সরকার এখনও পেট্রোপণ্যে ভ্যাট কমায়নি। পেট্রোল-ডিজেলের উপর রাজ্য সরকারের ভ্যাট কমানোর দাবিতে, তৃণমূলের উপর লাগাতার চাপ বাড়াতে পথে নেমেছে বিজেপি! সোমবার বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল হওয়ার কথা ছিল। পুলিশ মিছিল আটকালে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে! পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়! সোমের পর মঙ্গলেও রাজ্যের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বুধবার, কলকাতায় (Fuel Price in Kolkata) পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিতই রইল। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি রয়েছে ১০৪.৬৭ টাকা ( Petrol : Rs 104.67 )। শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা (Diesel : Rs. 89.79)। গতকালও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে টানা চারদিন পেট্রোলও ডিজেলের দাম একই থাকল।
দেশের চার মহানগরে পেট্রোল ডিজেলের দাম এক নজরে -
দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা
চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি রয়েছে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা
এখনও পর্যন্ত ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোপণ্যের দামে ভ্যাট কমিয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য এখনও ভ্যাট কমায়নি। যা নিয়ে দিনে দিনে চড়ছে রাজনৈতিক তরজা।
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ছয়টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন।