Mamata Banerjee: চালালেন ফিরহাদ, ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে পৌঁছলেন মমতা
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি আজ বিকেলে ব্যাটারি চালিত স্কুটারেই বাড়ি ফিরবেন।
কলকাতা: বেলাগাম পেট্রোল-ডিজেল। প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্ন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটার চালাচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
সকাল ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জ্বালানি জ্বালায় জর্জরিত জনতা। পেট্রোল ও ডিজেলের লাগাতার দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ দেখাতেই এই অভিনব পন্থা অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী।
গত ২৩ দিনে ১৫ বার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। ইতিমধ্যেই রাজস্থান, মেঘালয়, অসম ও পশ্চিমবঙ্গ সরকার তাদের কর সামান্য কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও ক্রমাগত মূল্যবৃদ্ধি হতে থাকায় ও কেন্দ্রীয় সরকার তাদের কর বিন্দুমাত্র না কমানোর ফলে সুরাহা পাচ্ছেন না উপভোক্তারা।
শেষবার ২০১৮ সালের অক্টোবর মাসে পেট্রোপণ্যের দাম লিটার পিছু ১.৫০ টাকা করে কমিয়েছিল কেন্দ্র। যে কারণে, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা। যদিও, তেলের লাগাম ছাড়া দামের জন্য ঘুরিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন পেট্রোলিয়াম মন্ত্রী।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সবারই প্রশ্ন, হাঁসফাঁস করা এই অবস্থা থেকে মধ্যবিত্তকে রেহাই দিতে কেন নিজেদের করের পরিমাণ কমাচ্ছে না মোদি সরকার?
ভোটের মুখে পেট্রোপণ্যের দাম ভারতে সর্বকালীন উচ্চতায় পৌঁছনোয় চাপের মুখে কেন্দ্র। এই পরিস্থিতিতে কৌশলে এখন পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনার প্রস্তাবের কথা শোনা যাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রীর গলায়।