Petrol and Diesel Prices Today পরপর তিনদিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির আরও কাছে ডিজেল
কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা, ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হল ৯৮ টাকা ৭৩ পয়সা...
কলকাতা: উত্সবের মরসুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। ফের বাড়ানো হল দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড।
মাঝে দু’-একদিনের বিরতি দিলেও পরপর ৩ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়েছে। একইসঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়েছে।
গতকালই ১০৭ টাকা ছুঁয়ে ফেলেছিল পেট্রোল। আজ আরও মহার্ঘ হল এই জ্বালানি। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭৩ পয়সা।
নতুন রেকর্ড জ্বালানির মূল্যে, কলকাতায় ১০৭ টাকা ছাড়াল পেট্রোল, আরও দামী ডিজেলও
উৎসবের মরশুমে, আমজনতার উপর বোঝা আরও চাপিয়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যেতে চলেছে পেট্রোল-ডিজেল। পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে বেড়েছে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা।
জ্বালানির দাম বৃদ্ধির এই প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বাড়ছে। মাথায় হাত মধ্যবিত্তের। আরও কঠিন হয়ে পড়েছে আমজনতার জীবনযাত্রা।
টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। দামের ছ্যাঁকায় মাছ-মাংসে ছোঁয়াই দায়।
গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা-সহ একডজন রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল। বাংলায় লজ্জার রেকর্ডের দোরগোড়ায় এই জ্বালানি।
আরও পড়ুন: বেড়েই চলেছে পেট্রোপণ্যের মূল্য, বিমানের তুলনায় ৩০ শতাংশ বাড়ল অটোর জ্বালানির দাম
লাগাতার মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন যখন দুর্বিষহ অবস্থা তখন জ্বালানির দাম নিয়ে আজব মন্তব্য করেছেন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের এক মন্ত্রী।
উত্তরপ্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি বলেন, যাঁদের অবস্থা ভাল, তাঁরাই চার চাকা ব্যবহার করেন। দেশের ৯৫% মানুষের পেট্রোল-ডিজেলের প্রয়োজন নেই। মানুষের আয় বাড়লেও, সেই তুলনায় তেলের দাম অনেক কম।
রকেট গতিতে বেড়ে চলা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য মোদি সরকারকে বিঁধেছেন রাহুল গাঁধী। তিনি ট্যুইটারে লেখেন, আমজনতার সঙ্গে নিষ্ঠুর পরিহাস করছে কেন্দ্রীয় সরকার।
ট্যুইটারে একটি ছবি পোস্ট করে ওয়ানাডের কংগ্রেস সাংসেদর সংযোজন, জ্বালানি লুঠ করতে মোদি সরকার নতুন এক শব্দ এনেছে ফিলিওনেয়ার। অর্থাৎ, যে ফুল ট্যাঙ্ক তেল ভরতে পারে।
আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে কমেনি পেট্রোলের দাম
জ্বালানির আগুনে দামের জন্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামকে দায়ী করছে কেন্দ্র। তবে ডিলারদের দাবি, কেন্দ্রের এই যুক্তির সারবত্তা নেই।
উল্টোদিকে, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম যখন ৩৬ ডলারে ছিল, তখন পেট্রোলের দাম কেন কমানো হয়নি? পেট্রোলের মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্র ব্যর্থ।
বিরোধীরা তির ছুড়লেও, বিজেপির দাবি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূলব্যৃদ্ধির জন্যই এই পরিস্থিতি। কিন্তু, আমজনতা কবে রেহাই পাবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।