SSC Scam: লাঠিচার্জ হল কেন? কংগ্রেস নেতাদের সঙ্গে তর্কাতর্কির মধ্যেই, ভুল স্বীকার করতে শোনা গেল কলকাতা পুলিশের অফিসারকে !
Recruitment Scam Kolkata Police On Lathi Charge: লাঠিচার্জ নিয়ে ভিন্নমত শোনা গেল কলকাতা পুলিশের এক ডিসি-র গলায়!

প্রকাশ সিনহা, কলকাতা: সল্টলেকে চাকরিহারা শিক্ষকদের উপর বিধাননগর পুলিশের লাঠিচার্জ নিয়ে উল্টো সুর শোনা গেল, কলকাতা পুলিশের DC, পি চৌধুরীর মুখে! লাঠিচার্জ হল কেন? এই প্রশ্নে কংগ্রেস নেতাদের সঙ্গে তর্কাতর্কির মধ্যেই, ভুল স্বীকার করতে শোনা গেল কলকাতা পুলিশের অফিসারকে।
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, লাঠিচার্জ হল কেন? লাঠিচার্জটা কি দরকার ছিল?ডেপুটি কমিশনার পি চৌধুরী বলেন, কলকাতা পুলিশ ভুল করেছে। বৃহস্পতিবার রাতে, চাকরিহারা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ।শুক্রবার সেই ঘটনাকে ভুল বললেন কলকাতা পুলিশের এক ডিসি!বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারারা। লাঠিচার্জ করে, ধাক্কা দিতে দিতে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা নিয়ে এই তত্ত্ব খাড়া করেন এডিজি দক্ষিণবঙ্গ। সুপ্রতিম সরকার এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাঁদের ছিল। আমরা নিরাপদে তাঁদের বের করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনও দ্বিধা নেই।'
কিন্তু, এই লাঠিচার্জ নিয়ে ভিন্নমত শোনা গেল কলকাতা পুলিশের এক ডিসি-র গলায়! বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। কংগ্রেস নেতাদের সঙ্গে তর্কাতর্কির সময় ডেপুটি কমিশনার পদমর্যাদার এই অফিসার লাঠিচার্জ নিয়ে এই মন্তব্য় করেন!






















