Kolkata Airport Update: আকাশপথে বঙ্গে আসার নয়া নিয়ম, লাগবে ডবল ডোজ বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট
সোমবার বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, কলকাতায় ঢুকছেন এমন সমস্ত যাত্রীদের করোনা টিকার দুটি ডোজ অথবা বিমানে ওঠার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
কলকাতা: বিমানে রাজ্যে প্রবেশের নয়া নিয়ম চালু হল আজ থেকেই। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govenment) নির্দেশিকা অনুযায়ী, কলকাতামুখী বিমানের যাত্রীদের জন্য নতুন নিয়ম শুরু হচ্ছে। সোমবার বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, অন্যান্য কাজ্য় থেকে যাঁরা কলকাতায় ঢুকছেন এমন সমস্ত যাত্রীদের করোনা টিকার দুটি ডোজ অথবা বিমানে ওঠার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উৎসবের মরসুমেই করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। সেই মতোই তৎপর প্রশাসন। রাজ্যের করোনাবিধিতে জোর দিচ্ছে সরকার। রাজ্যজুড়ে চলছে নাকা তল্লাশি। করোনার সচেতনতা প্রচার। এ ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রেও সমস্ত বিধিনিষেধ জারি রয়েছে।
As per guidelines of Wet Bengal Govt, all inbound flight passengers to the state shall have to be either fully (doubly) vaccinated or furnish an RT-PCR negative report for a test conducted within 72 hrs of such flight departure: Kolkata airport
— ANI (@ANI) November 1, 2021
অন্যদিকে সোমবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, আজ রাজ্যে দৈনিক সংক্রমণ ৭০০-এর কোটায়। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন। সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৫,৯৩,৬৩৩ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,১৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বিমানের চাকা ফেটে দুর্ঘটনা
আরও পড়ুন: Mumbai-Kolkata flight Turbulence: কলকাতা বিমানবন্দরে নামার সময় এয়ার টার্বুলেন্স, আহত ৮ যাত্রী