Suvendu Adhikari : ‘পুলিশমন্ত্রীর ইস্তফা চাই, কেন্দ্রের হস্তক্ষেপ চাই’, সাংবাদিক বৈঠকে দাবি শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Demands Resignation Of West Bengal Police Minister : ‘ রামপুরহাটে বিস্ফোরণ তদন্তে এনআইএ, বাড়িতে আগুন কাণ্ডে সিবিআই তদন্ত চাই’
কলকাতা : বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্য প্রশাসনকে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলে দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা। বীরভূমের রামপুরহাটের ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি।
শুভেন্দু এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন। তাঁর স্পষ্ট দাবি, ‘ রামপুরহাটে বিস্ফোরণ তদন্তে এনআইএ, বাড়িতে আগুন কাণ্ডে সিবিআই তদন্ত চাই’। সেই সঙ্গে তিনি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন। ঘটনার শিকড় অবধি পৌঁছতে ও সঠিক তদন্তের জন্যে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, দিল্লিতে দুপুরে অমিত শাহর সঙ্গে দেখা করবেন রাজ্যের বিজেপি সাংসদরা। নেতৃত্বে থাকবেন সুকান্ত মজুমদার। শুভেন্দু বলেন, ছোট আঙারিয়া, নেতাই, নন্দীগ্রামে গণহত্যায় হস্তক্ষেপ করেছে বিচারব্যবস্থা। আশা করি এখানেও হস্তক্ষেপ করবে আদালত। হাইকোর্টে ইতিমধ্যেই দাখিল হয়েছে জনস্বার্থ মামলা। সাংবাদিক বৈঠকে অভিযোগ শুভেন্দুর। বিরোধী দলনেতার দাবি, গত ১ সপ্তাহে মোট ২৬ টি খুন হয়েছে বাংলায়। যার মধ্যে বেশির ভাগই রাজনৈতিক কারণে।
Here are the details of the murders (mostly political) that has happened in the last week itself, since then.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 22, 2022
Does she have the moral right to continue as the Home Minister of WB?
I demand her immediate resignation. pic.twitter.com/mxi9GXrdDt
এছাড়াও তিনি জানান, বিজেপি বিধায়করা মিছিল করে বিধানসভা থেকে রাজভবন অবধি যাবেন। সেখানে গিয়ে ভিডিও কলের মারফত কথা বলবেন রাজ্যপালের সঙ্গে।
ইতিমধ্যেই এই ঘটনার প্রতিক্রিয়া ট্যুইটে জানিয়েছেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ধরনের হিংসা, অগ্নিসংযোগ, ব্যাভিচারে প্রমাণিত যে, এই রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে, আইনের শাসন নেই। ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা।’